শার্প শুটারদের বায়োপিক ‘উওম্যানিয়া’ নিয়ে আসছেন প্রযোজক অনুরাগ কাশ্যপ। উত্তরপ্রদেশের জোহরি জেলার এক বয়স্ক মহিলা শার্প শুটারের চরিত্রে তাপসী পান্নু। ‘রিভলভার দাদি’ নামে পরিচিত পঞ্চাশোর্ধ্ব ওই শার্প শুটারদের অনেকেই জাতীয় স্তরের প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। তুষার হিরানন্দানির এ ফিল্মের শুটিং শুরু ফেব্রুয়ারিতে।
আইএএস অফিসার গুঞ্জন সাক্সেনার বায়োপিকে আসছেন জাহ্নবী কপূর। ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা বিমানচালক গুঞ্জন ১৯৯৯-এ কার্গিল যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। গুঞ্জনের চরিত্রে অভিনয় করা নিয়ে অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি জাহ্নবী। ফিল্মের নামও ঠিক হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে বিমানচালকের পোশাকে জাহ্নবীর ছবি।