ফের একসঙ্গে দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূর? তাঁদের জুটি মানেই ছবি হিট। এমনই হত একটা সময়ে। শেষ তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ‘তমাশা’ ছবিতে। সেই ছবিও মনে দাগ কেটে গিয়েছে দর্শকের। ফের কি প্রাক্তন প্রেমিকের সঙ্গে জুটি বাঁধতে চান দীপিকা? জন্মদিনেই খোলসা করলেন তিনি।
‘বচনা অ্যায় হসীনো’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন দীপিকা ও রণবীর। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। শোনা যায়, সেই সময়ে রণবীরের প্রেমে ডুবে থাকতেন দীপিকা। এমনকি, আজকের দীপিকার থেকে নাকি সেই সময়ের দীপিকা অনেকটাই আলাদা। সম্পর্ক ভাঙার পরে তাঁদের ‘ইয়ে জওয়ানী হ্যায় দীওয়ানী’ ছবিটি মুক্তি পেয়েছিল। তাঁদের রসায়নে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তার পরে ‘তমাশা’। দর্শকের বক্তব্য ছিল, সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার দৃশ্যগুলিতে দীপিকা অভিনয় করছেন, এমন মনেই হয়নি। তার পরে যদিও আলাদা হয়ে গিয়েছে তাঁদের রাস্তা। দু’জনেই এখন সংসারী। তাই অতীত ভুলে ফের জুটি বাঁধতে চান দীপিকা?
আরও পড়ুন:
সোমবার জন্মদিনে অনুরাগীদের মুখোমুখি হয়েছিলেন দীপিকা। তখনই এক অনুরাগী বলে বসেন, তাঁরা ফের রণবীর কপূর ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখতে চান। অভিনেত্রী হেসে উত্তর দেন, সত্যিই রণবীরের সঙ্গে অভিনয় করা নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। তবে কিছু নিশ্চিত হয়েছে কি না তা বলেননি তিনি।
এর পরেই দীপিকা জানান, তিনি রম-কম (রোম্যান্টিক কমেডি) ছবিতে কাজ করতে ইচ্ছুক। অভিনেত্রীর কথায়, “দর্শক ও অভিনেত্রী হিসাবে এই ঘরানার ছবি আমার পছন্দ। আশা করি, বহু দর্শকই রম-কম ছবি দেখতে চান।”
উল্লেখ্য, গত অক্টোবর মাসে মুম্বই বিমানবন্দরে দেখা হয়েছিল রণবীর ও দীপিকার। সেখানে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন তাঁরা। মুহূর্তে ছড়িয়ে পড়েছিল ভিডিয়ো। তার পর থেকেই অনুরাগীদের দাবি, ফের এই জুটিকে একসঙ্গে দেখতে চান তাঁরা।