Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ জানুয়ারি ২০২২ ই-পেপার

সোনমের বিয়েতে কেন যাননি, প্রকাশ্যে বললেন দীপিকা

নিজস্ব প্রতিবেদন
২৭ মে ২০১৮ ১৮:৪৫
সোনম কপূর এবং দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোনম কপূর এবং দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গত ৮মে গাঁটছ়ড়া বেঁধেছেন বলি অভিনেত্রী সোনম কপূর। সিনে পাড়ার এই হাই প্রোফাইল বিয়েতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির প্রথম সারির প্রায় সব তারকাই। কিন্তু সেখানে দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের।

কেন সোনমের বিয়েতে হাজির ছিলেন না দীপিকা? দুই নায়িকার মধ্যে কি কোনও লড়াই রয়েছে? সে কারণেই কি সোনমের বিয়ে এড়িয়ে গিয়েছেন দীপিকা? এ সব নিয়ে বহু চর্চা হয়েছে বলি পাড়ায়। এ বার প্রকাশ্যেই সে সবের উত্তর দিয়েছেন দীপিকা।

সম্প্রতি মুম্বইয়ের একটি অ্যাওয়ার্ড শো-তে গিয়েছিলেন দীপিকা। সেখানে সোনমের বাবা অনিল কপূরের সঙ্গে তাঁর দেখা হয়। অনিলের সঙ্গে দীপিকার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

আরও পড়ুন, ‘উমা হয়তো ১৫ মিনিট দেখে বেরিয়ে আসব...’

ওই ভিডিওতে নাকি অনিল কপূরের কাছে সোনমের বিয়েতে উপস্থিত না থাকার জন্য ক্ষমা চাইতে দেখা গিয়েছে দীপিকাকে। অনিল বলেন, ‘‘আমি তোমাকে মিস করেছি।’’ এর উত্তরে দীপিকা বলেছেন, ‘‘আমি জানি। দুঃখিত। ওই সময়টা আমি কানে ছিলাম।’’

অর্থাত্ সোনমের বিয়ের সময় কান চলচ্চিত্র উত্সবে গিয়েছিলেন দীপিকা। সে কারণেই এই হাইপ্রোফাইল বিয়েতে দেখা যায়নি তাঁকে। 😍😍 ’ ❤️❤️ ・・・ & !

😍😍 ’ ❤️❤️ ・・・ & !Tags:
সোনম কপূরদীপিকা পাড়ুকোন Bollywood Deepika Padukone Sonam Kapoor Celebrities Video Instagram

আরও পড়ুন

Advertisement