এক জন বলিউডের ‘মস্তানি’, তো অন্য জন ‘বাহুবলী’। দু’জন মিলে গেলে বিস্ফোরণ তো ঘটবেই। এ বার সেই বিস্ফোরণই ঘটাল দক্ষিণী ছবির প্রযোজক সংস্থা বৈজয়ন্তী মুভিজ। দেশের দুই অন্যতম জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা করল তারা। লকডাউন পরিস্থিতিতে যেখানে বহু ছবির মুক্তি আটকে রয়েছে, সেখানে ৪০০ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি দেশের অন্যতম ‘দামি’ ছবি হতে চলেছে।
দীপিকা ও প্রভাসকে এক ছবিতে দেখা নিয়ে বেশ কিছু দিন ধরেই জল্পনা চলছিল। তবে দু’জনের কেউই এ নিয়ে এত দিন মুখ খোলেননি। রবিবার বৈজয়ন্তী প্রোডাকশনসের তরফে এই বিস্ফোরণটি ঘটানো হয়। ইউটিউবে ২৭ সেকেন্ডের একটি ভিডিয়ো প্রকাশ করে দীপিকা ও প্রভাসকে নিয়ে নয়া ছবির ঘোষণা করে তারা।
এখনও পর্যন্ত ছবির নাম যদিও ঘোষণা করা হয়নি। তবে এটা প্রভাসের ২১তম ছবি হতে চলেছে। সূত্রের খবর, এটি একটি সাই-ফাই ছবি হতে চলেছে। ছবির বিষয়বস্তু টাইম ট্রাভেল। ইউরোপ জুড়ে ছবির শুটিং হবে। তার জন্য লোকেশন বাছাও শুরু হয়ে গিয়েছে। ছবিটি পরিচালনা করবেন নাগ অশ্বিন, যিনি এর আগে ‘মহন্তি’, ‘ইয়েভাডে সুব্রহ্মণ্যম’-এর মতো ছবি তৈরি করেছেন।
এ ভাবেই দীপিকা ও প্রভাসকে নিয়ে নতুন ছবির ঘোষণা হল।
আরও পড়ুন: রোগা, লম্বা অমিতাভকে ‘অপয়া’ বলেন রাজেশ, কড়া জবাব দেন জয়াও
আরও পড়ুন: ধর্ষণ-খুনের হুমকিতে আর চুপ নয়, থানায় গেলেন সুশান্তের বান্ধবী রিয়া