সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর জন্য তাঁকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজেনদের একাংশ। কটূক্তি তো বটেই, সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ বা খুনের হুমকিও পেয়েছেন। তা নিয়ে ইনস্টাগ্রামে আগেই সরব হয়েছিলেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী। এমনকি সাইবার অপরাধদমন শাখা-সহ খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ নিয়ে হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন তিনি। তবে এ বার আর সোশ্যাল মিডিয়ায় নয়, একেবারে থানায় গিয়ে অভিযোগ জানালেন রিয়া।
শনিবার মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে দু’জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআর করেছেন রিয়া। ওই দু’জনের বিরুদ্ধে কুরুচিকর মেসেজ পাঠানো-সহ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন তিনি। সান্তাক্রুজ থানার এক আধিকারিক বলেন, ‘‘রিয়া চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে দু’জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।’’ ওই আধিকারিক আরও জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৫০৭ ধারা-সহ আইটি অ্যাক্টের ৬৬ ধারায় তাঁদের বিরুদ্ধে এফআইআর করেছে মুম্বই পুলিশ। ওই দু’জনের বিরুদ্ধে বেনামে ভয় দেখানো ছাড়া মহিলাদের প্রতি অপমানজনক আচরণের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত কাল থানায় এসে অভিযোগ দায়ের করার সময় ওই দু’জনের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের হুমকির খুঁটিনাটি বর্ণনা দিয়েছেন রিয়া। মুম্বই পুলিশ জানিয়েছে, ওই দু’জনের পরিচয় জানতে পেরেছেন তাঁরা। তদন্তকারীদের আশ্বাস, শীঘ্রই অভিযুক্তদের পাকড়াও করা হবে।