Advertisement
০২ মে ২০২৪
bollywood

সুশান্ত-কাণ্ডের তদন্তে চার ঘণ্টা জেরা আদিত্য চোপড়াকে

প্রযোজক আদিত্য চোপড়ার বিরুদ্ধে সুশান্তের অনুরাগীদের এবং বিভিন্ন মাধ্যমে অভিযোগ ওঠে, তাঁকে ছবির কাজের জন্য অফার দিয়েও বার বার সরিয়ে দেওয়া হয়েছে।

সুশান্ত সিংহ রাজপুত এবং আদিত্য চোপড়া—ফাইল চিত্র।

সুশান্ত সিংহ রাজপুত এবং আদিত্য চোপড়া—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ২১:১৭
Share: Save:

মুম্বই পুলিশ যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মাকে জেরা করার
পর আজ টানা চার ঘণ্টা জেরা করল রানি মুখোপাধ্যায়ের স্বামী তথা যশ রাজ
ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে। এখনও পর্যন্ত পুলিশ ৩৪ জনের বয়ান
রেকর্ড করেছে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করার পরেও মুম্বই
পুলিশ নানা ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে। গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার
খবর সামনে আসার পর থেকেই নেটিজেনদের একটা বড় অংশ কাঠগড়ায় তুলেছে
বলিউডের নামী প্রযোজনা সংস্থাগুলিকে। স্বজনপোষণের কাঁটায় বিদ্ধ হতে
হয়েছিল সুশান্তকে, দাবি করেছেন তাঁর অনুরাগী ও পরিচিতেরা। কঙ্গনা রানাওত
নাম করে ‘মুভি মাফিয়া’ হিসেবে উল্লেখ করেছেন আদিত্য চোপড়া, কর্ণ জোহরদের
নাম। সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে পেশাদার জগতে রেষারেষির বিষয়টা শুরু
থেকেই গুরুত্ব দিয়ে দেখছে মুম্বই পুলিশ।

যশ রাজ ফিল্মসের সঙ্গে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঠিক কী
চুক্তি হয়েছিল? কেন তৃতীয় ছবিটি হয়নি? কেনই বা সুশান্তকে তাঁর প্রাপ্য
টাকা দেওয়া হয়নি? যশ রাজ ফিল্মস প্রযোজনা সংস্থার কাস্টিং পরিচালক শানু
শর্মাকে জিজ্ঞাসাবাদ করেও তেমন কোনও স্পষ্ট তথ্য প্রকাশ্যে না আসায় এ বার
আদিত্য চোপড়াকে ডাকল মুম্বই পুলিশ।

আরও পড়ুন: রণবীর কপূর ও আলিয়া ভট্টকে এগিয়ে রাখলেন পরিচালক


প্রযোজক আদিত্য চোপড়ার বিরুদ্ধে সুশান্তের অনুরাগীদের এবং বিভিন্ন
মাধ্যমে অভিযোগ ওঠে, তাঁকে ছবির কাজের জন্য অফার দিয়েও বার বার সরিয়ে
দেওয়া হয়েছে। বলিউডে ক্রমাগত কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে তাঁকে।
জেরার ফলে ঠিক কী তথ্য পেল মুম্বই পুলিশ তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: অকপট রিচা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput Aditya Chopra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE