Advertisement
০৪ জুন ২০২৪
Deepika Padukone

Deepika Padukone: কোভিডের জন্য ভেস্তে গেল জন্মদিনের উদ্‌যাপন, বিকল্প খুঁজে নিলেন দীপিকা

‘লাইট-অ্যাকশন-ক্যামেরা’-র হাঁকডাক থেকে দূরে স্বামী রণবীর সিংহের সঙ্গে একান্তে ছুটি কাটাতে মলদ্বীপ পাড়ি দিচ্ছেন দীপিকা।

মলদ্বীপে ছুটি কাটাতে যেতে পারেন দীপিকা।

মলদ্বীপে ছুটি কাটাতে যেতে পারেন দীপিকা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ ১১:৫১
Share: Save:

কথা ছিল, দীপিকা পাড়ুকোনের জন্মদিনে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘গহরাইয়াঁ’-র প্রচার ঝলক। আর সেই অনুষ্ঠানেই অভিনেত্রীর বিশেষ দিন উদযাপন করা হবে। কিন্তু করোনার চোখ রাঙানিতে আপাতত সে সব কিছুই হচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে প্রচার ঝলক প্রকাশের দিন। সহকর্মী এবং বন্ধুদের নিয়ে হইহুল্লোড় করার পরিকল্পনাও গেল ভেস্তে। তাই বলে কি জন্মদিনে কিছুই করবেন না ‘মস্তানি’?

সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘লাইট-অ্যাকশন-ক্যামেরা’-র থেকে দূরে স্বামী রণবীর সিংহের সঙ্গে একান্তে ছুটি কাটাতে মলদ্বীপ পাড়ি দিচ্ছেন দীপিকা। শহরের শোরগোল থেকে দূরে আপাতত কয়েক দিন সেখানেই থাকবেন তারকা দম্পতি।

শকুন বাত্রা পরিচালিত ‘গহরাইয়াঁ’ ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল অ্যামাজন প্রাইমে। একদম গোড়া থেকেই এই ছবিকে ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা ছিল নির্মাতাদের। বর্তমান পরিস্থিতিতে যখন বেশ কিছু বড় বাজেটের ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না, তখন পিছিয়ে গিয়েছে ‘গহরাইয়াঁ’-র মুক্তিও। ১১ ফেব্রুয়ারি ওটিটি-তে আসবে এই ছবি। সেখানে দীপিকা ছাড়াও দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কপূর, সিদ্ধান্ত কপূর এবং অনন্যা পাণ্ডের মতো তারকাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deepika Padukone Actress Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE