সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে নিয়ে একের পর এক টুইট করলেন আবু ধাবির বাসিন্দা, এক পাক-তরুণী। আর তাঁর টুইট নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে নেট দুনিয়া-সহ গোটা বলিউডে।
‘বেকি বেওয়াফা’ নামের আড়ালে লুকিয়ে থাকা ওই তরুণীর আসল পরিচয় এখনও জানা না গেলেও, তাঁর টুইট থেকে একটা চাঞ্চল্যকর গল্প সামনে এসেছে। কী সেই গল্প?
‘বেকি বেওয়াফা’র বলা গল্পটা অনেকটা এই রকম, ‘আবু ধাবির একটি পাঁচতারায় লিফটের ভিতরে প্রথম ওই তরুণী এবং তাঁর বৃদ্ধ মামার সঙ্গে দেখা হয় দীপিকা পাড়ুকোনের। বয়স্ক মানুষ দেখে দীপিকা সৌজন্যের খাতিরে ‘মামা’ কেমন আছেন তা জানতে চান। দীপিকা বুঝতে পারেন যে বৃদ্ধ তাঁকে চিনতে না পারলেও তাঁকে চিনে ফেলেছেন লিফটের অপর তরুণী (বেকি বেওয়াফা)। এ দিকে বৃদ্ধ আভিজাত্য এবং গাম্ভীর্য বজায় রেখে অপরিচিতা দীপিকার সঙ্গে বিশেষ কথা বলারও প্রয়োজন বোধ করলেন না। ঘটনায় অবাক হয়ে যান দীপিকা! আর অদ্ভুত ভাবেই নিজের পরিচয় দিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। একে একে নিজের সব বিখ্যাত ছবির নাম বলতে থাকেন বৃদ্ধকে। কিন্তু বৃদ্ধ বলিউডের ছবি দেখান না। তাই তা-ও চিনতে পারেননি দীপিকাকে!’ গল্পটা হয়তো এখানেই শেষ হতে পারতো! কিন্তু পাক তরুণীর কথায় গল্প যে দিকে এগিয়েছে তা অস্বস্তি বাড়িয়েছে দীপিকা পাড়ুকোন-সহ গোটা বলিউডের।
‘বেকি বেওয়াফা’র টুইট বলছে, ‘লিফট থেকে বেরিয়ে পাঁচতারার ডাইনিং হলেও বৃদ্ধর পিছু নেন দীপিকা। বৃদ্ধ যে টেবিলে বসেন তাঁর অদূরেই একটি টেবিলে বসে দীপিকা নিজের ম্যানেজারকে ডেকে পাঠান। বৃদ্ধকে দেখিয়ে ম্যানেজারকে দীপিকা বলেন, তাঁর পরিচয় ভাল করে বুঝিয়ে এই টেবিলে নিয়ে আসতে। কিন্তু ম্যানেজার সে চেষ্টায় ব্যর্থ হন। কারণ, সব শোনার পরেও দীপিকার সঙ্গে কথা বলার জন্য একটুও উৎসাহ দেখাননি বৃদ্ধ।’ টুইটারের এই গল্প কিন্তু এখনও শেষ হয়নি! এর পর ‘বেকি বেওয়াফা’র টুইটে বলা হয়েছে, ‘পরের দিন আবার লিফটে ওই বৃদ্ধ ভদ্রলোক এবং তাঁর ভাগ্নীর সঙ্গে দেখা হয়ে যায় দীপিকার। দীপিকা হেসে বৃদ্ধের কাছে জানতে চান, “এতক্ষণে আমি কে সেটা নিশ্চয়ই জেনে গিয়েছেন?” কিন্তু দীপিকাকে হতাশ করে স্রেফ দু’ দিকে মাথা নেড়ে ‘না’ জানিয়ে দেন ভদ্রলোক!’ গল্প এখানেই শেষ হয়েছে। আর এখান থেকেই শুরু হচ্ছে নানা জল্পনা। এই গল্পের কয়েকটি বিষয় বেশ অবাক করার মতোই!
১) দীপিকা হঠাত্ ওই বৃদ্ধের কাছে নিজের পরিচয় দেওয়ার জন্য এতটা ব্যস্ত হয়ে উঠেছিলেন কেন! উনি কী বিশেষ কেউ! কারণ, এই গল্পে তাঁর পরিচয় শুধু ‘বেকি বেওয়াফা’র মামা।
আরও পড়ুন, আমির খানের ভক্তদের জ্বালায় নাজেহাল বিমাকর্মী!
২) বৃদ্ধ না চিনলেও তাঁর ভাগ্নী অর্থাত্, ‘বেকি বেওয়াফা’ বা ওই পাক তরুণী তো চিনতেই পেরেছিলেন দীপিকা পাড়ুকোনকে। তাহলে দীপিকাকে চিনিয়ে দিতে মামাকে তিনি সাহায্য করলেন না কেন?
উড়ি হামলার পর বলিউড পাক-অভিনেতা, শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করে। এই গল্প সামনে আসার পর অনেকেই মনে করছেন, এই গল্পের মাধ্যমে আসলে শুধু দীপিকা পাড়ুকোনকে নয়, গোটা বলিউডকেই হেয় করে দেখানোর একটা চেষ্টা করা হয়েছে।