ইতালিতে বিয়ের পর্ব শেষ হয়েছে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের। রবিবারই মুম্বই ফিরেছেন তাঁরা। বিয়ের সময় তৈরি হওয়া নানা মুহূর্ত ব্যক্তিগতই রেখেছেন এই জুটি। এখনও পর্যন্ত বিয়ের মাত্র দু’টো ছবি শেয়ার করেছেন। জানা গিয়েছে, বিয়ের সময় নাকি ইমোশনাল হয়ে পড়েছিলেন নায়িকা।
কোঙ্কনি এবং সিন্ধি রীতি অনুযায়ী বিয়ে হয়েছে এই জুটির। সূত্রের খবর, সিন্ধি রীতিতে বিয়ের সময় বাবা প্রকাশ পাড়ুকোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন দীপিকা। বাবা-মেয়েকে সামলাতে নাকি এগিয়ে গিয়েছিলেন রণবীর।
বিয়ের অনুষ্ঠান একান্ত ব্যক্তিগতই রাখতে চেয়েছেন দীপিকা-রণবীর। অতিথিদের মোবাইল ফোন এবং ক্যামেরায় নাকি স্টিকার লাগিয়ে দেওয়া হয়। নিরাপত্তার ফাঁক গলে তবুও কিছু ছবি ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।