দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মার মতো তারকাদের বিবাহ যে চাকচিক্যময় হবে, তা তো জানা কথা। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাওয়া প্রত্যেক নারীর জীবনেই এটি একটি বিশেষ মুহূর্ত। সকলেই চায় নিজের বিবাহকে স্মরণীয় করে রাখতে। সে রকমই প্রাক বিবাহে নিজের বান্ধবীদের সঙ্গে নাচগানের একটি ভিডিও শেয়ার করেছেন নীতি পাঞ্চোলি নামে এক জন। সেই ভিডিয়োই এখন ভাইরাল নেট দুনিয়ায়।
এটি প্রাক-বিবাহ ফোটো সেশনের একটি ভিডিয়ো। তাতে কঙ্গনা রাণাউতের ‘শিমরান’ ছবির ‘সিঙ্গল রেহনে দে’গানে নিজের বান্ধবীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে নীতিকে। হবু বরের জায়গা হয়নি সেখানে। এই নাচ গানের মাধ্যমেই সিঙ্গলহুডকে বিদায় জানাচ্ছেন তিনি।