Advertisement
E-Paper

স্থির হল বাংলা বিনোদনের ভবিষ্যৎ! অরূপের মুখোমুখি দেব, শিবপ্রসাদ, ঋতুপর্ণা, নিসপাল-সহ টলিউডের খ্যাতনামীরা

নির্দিষ্ট সময়ে মন্ত্রী অরূপ বিশ্বাস নন্দনে পা রাখেন। একে একে উপস্থিত হন টলিউডের রথী-মহারথীরা। লম্বা বৈঠকে কী হল?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৪:৫৪
Dev, Srijit Mukherji, Shiboprosad Mukherjee, Nispal Singh Rane attend meeting at Nandan with Minister Aroop Biswas

নন্দনের বৈঠকে টলি-তারকাদের সঙ্গে অরূপ বিশ্বাস। নিজস্ব চিত্র।

বলিউড গ্রাস করছে বাংলা ছবির রাজপাট! হিন্দি ছবির দাপটে কোণঠাসা বাংলা ছবি। বহু বছরের এই সমস্যায় জর্জরিত টলিপাড়া, কিন্তু তার সমাধান কী? বিষয়টি নিয়ে আলোচনা কম হয়নি। অবশেষে সুরাহার পথ খুঁজতে আলোচনায় বসলেন টলিপাড়ার তারকারা। বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের মুখোমুখি টলিউড।

আলোচনায় কী কোনও সমাধানসূত্র বেরোল? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার ডট কম। মন্ত্রীর আশ্বাস, “মুখ্যমন্ত্রী বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছেন। যাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষার অবমাননা করছেন তাঁদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। বাংলা ছবির স্বার্থরক্ষাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।” আলোচনা প্রসঙ্গে তিনি আরও বলেন, “ঘরের আলোচনা বাইরে বলা সম্ভব নয়। তবে দীর্ঘ আলোচনা ইতিবাচক। বাংলা ছবিকে নিজের রাজ্যে কোণঠাসা হয়ে থাকতে হবে না। হিন্দি ছবির সমান সংখ্যক হল পাবে বাংলা ছবি।”

নির্দিষ্ট সময়ে নন্দনে উপস্থিত মন্ত্রী অরূপ। একে একে যোগ দিলেন অভিনেতা-প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিংহ রানে, রানা সরকার, ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত-সহ বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা।

লম্বা বৈঠক কতটা সফল? বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি ঋতুপর্ণা, দেব, কৌশিক। শুরুতেই দেব বললেন, “শুধু ‘ধূমকেতু’ নয়। সমস্ত বাংলা ছবির ভবিষ্যৎ ভেবে এই বৈঠক। যা অত্যন্ত ইতিবাচক। অরূপদা আমাদের বক্তব্য শুনেছেন। আশা, ভাল কিছু হতে চলেছে।”

প্রায় একই কথা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের মুখেও, “নিজের রাজ্যেই একঘরে হয়ে রয়েছে বাংলা ছবি, এ কথা মানতে কষ্ট হয় সকলের। সেই জায়গা থেকেই সকলে একজোট। মনে হচ্ছে এই বৈঠক বাংলা ছবির পক্ষে যাবে।”

যখনই বাংলায় বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেয়েছে, ভাল প্রেক্ষাগৃহ, প্রদর্শন সময় হারিয়েছে বাংলা ছবি। সে কথা এ দিন আরও একবার মনে করালেন ঋতুপর্ণা। অভিনেত্রী-প্রযোজক বলেন, “আমার ছবি এক সপ্তাহের মধ্যে সরিয়ে দেওয়া হয়েছে। প্রযোজক মাথা চাপড়ে বলেছেন, ‘এ ভাবে কী করে ছবি বানাব?’ ক্রমাগত এটা চলতে থাকলে বাংলায় কাজের আগ্রহ হারাবেন বাংলার বাইরে থেকে আসা প্রযোজক, পরিচালকেরা।”

Dev Shiboprosad Mukherjee Srijit Mukherji Nispal Singh Rane Aroop Biswas
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy