চারিদিকে এখন খুশির হাওয়া বইছে। বড়দিন, নতুন বছরের নানা পরিকল্পনায় ব্যস্ত সিডিউল। তার উপর এখন বিয়ের মরসুমে রীতিমতো সাজো সাজো রব।
বিরুষ্কার বিয়ের রেশ এখনও কাটেনি। শোনা যাচ্ছে, সোনম কপূরও নাকি ২০১৮-তেই বিয়েটা সেরেই ফেলবেন। পাত্র দিল্লির আনন্দ আহুজা।কপূর পরিবারের অনুষ্ঠানে তাঁকে প্রায়ই দেখা যায়। এরই মধ্যে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে বলিউডের আরেক অভিনেত্রীকে নিয়ে। তিনি ইলিয়ানা ডি’ক্রুজ। শোনা যাচ্ছে, প্রেমিক অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।
২০১৭ সালটা ভালই গিয়েছে ইলিয়ানার। কখনও অক্ষয় কুমার তো কখনও অজয় দেবগণের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। অজয় দেবগণের সঙ্গে তাঁর ‘বাদশাহো’ বক্সঅফিসে তেমন একটা প্রভাব ফেলতে না পারলেও অক্ষয়ের সঙ্গে তাঁর ছবি ‘রুস্তম’ একেবারে সুপারহিট। আপাতত তিনি ব্যস্ত তাঁর ‘রেড’ ছবির শুটিং নিয়ে।
Love is all you bloody need. ♥️