Advertisement
E-Paper

টুইটার-চর্চায়

সুশান্তের ছবি ‘দিল বেচারা’, সেই হিন্দি ছবি যা নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক টুইট করা হয়েছিল।

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ০০:০১
সুশান্ত

সুশান্ত

বছরশেষের পালা শুরু। বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাদের সমীক্ষায় জানিয়ে দিচ্ছে, বছরের সবচেয়ে বেশি চর্চিত বিষয় কোনগুলি। তেমনই এক টুইটার সমীক্ষায় বছরের সবচেয়ে চর্চিত বিষয়ের মধ্যে জায়গা করে নিয়েছে সুশান্ত সিংহ রাজপুত-সঞ্জনা সাংঘি অভিনীত ‘দিল বেচারা’ ছবিটি এবং অমিতাভ বচ্চন। ছোট পর্দার চর্চিত বিষয়গুলির মধ্যে ছিল সলমন খানের ‘বিগ বস’।

#দিসহ্যাপেনড২০২০ টুইটার রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসে অমিতাভের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ভক্তবৃন্দ তাঁর আরোগ্য কামনায় টুইট করতে থাকেন। সুশান্তের ছবি ‘দিল বেচারা’, সেই হিন্দি ছবি যা নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক টুইট করা হয়েছিল। এটিই ছিল তারকার শেষ ছবি। জুন মাসে আত্মহত্যা করেন সুশান্ত। তার পরেই স্বজনপোষণ বিতর্কে সরগরম হয়ে ওঠে ইন্ডাস্ট্রি, যার জের বহাল এখনও অবধি। বিনোদনমূলক টুইটে শীর্ষের তালিকায় রয়েছে — ভক্তদের সঙ্গে তামিল অভিনেতা বিজয়ের সেলফি, হলিউড তারকা চ্যাডউইক বোসম্যানের মৃত্যু নিয়ে নেটিজ়েনের টুইট।

Sushant Singh Rajput Look back 2020 Dil Bechara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy