কয়েক দিন হল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দীপিকা কক্কর ইব্রাহিম। যকৃতে অস্ত্রোপচার সফল ভাবেই হয়েছে। যদিও ক্যানসারে নিয়ে এখনও ভয়ে রয়েছেন। দীপিকার শরীর থেকে কেটে বাদ দেওয়া হয়েছে টিউমারটি। প্রায় ১১ দিন পরে মা-কে কাছে পেয়ে আনন্দে আত্মহারা তাঁদের একমাত্র ছেলে রুহান। দীপিকা বাড়ি ফিরতে উৎসবের মতো মরসুম। ননদ-শাশুড়ি মিলে ভোজের আয়োজন করেন সম্প্রতি। তবু এত কিছুর পরেও মন ভাল নেই দীপিকার। কষ্ট পাচ্ছেন দু’বছরের ছেলের জন্য।
আরও পড়ুন:
ছেলে রাতে উঠে মায়ের বুকের দুধের জন্য ছটফট করছে। কিন্তু দীপিকা অসহায়, ছেলেকে আর বুকের দুধ পান করাতে পারবেন না। সম্প্রতি অভিনেত্রী নিজের সমাজমাধ্যমে বলেন, ‘‘ রুহান চাইছে স্তন্যপান করতে। কিন্তু আমি অপারগ। সেই রাতে আমি খুব খুব কেঁদেছি। এতটা কান্না মনে হয় সন্তান জন্মের পর এই প্রথম কাঁদলাম।’’ যদিও দীপিকা নিজেও জানেন, এমন পরিস্থিতিতে তাঁকে স্তন্যপান করানোর থেকে বিরত থাকতেই হবে। অভিনেত্রী বলেন, ‘‘আমি জানি, এখন আমার চিকিৎসা চলবে। এত ওষুধ খেতে হবে আমাকে, এমন অবস্থায় কিছুতেই ওকে স্তন্যপান করানো উচিত নয়। যদিও ওর দু’বছর বয়স হয়ে গিয়েছে। ভেবেই ছিলাম এ বার এই অভ্যাস ছাড়াব। কিন্তু, এ ভাবে ছাড়াতে হবে ভাবিনি।’’
প্রায়ই পেটের ব্যথায় ভুগতেন দীপিকা। গত মাসে ব্যথা বাড়ায় তিনি চিকিৎসকের কাছে যান। নানা পরীক্ষার পরে চিকিৎসক তাঁকে জানান, যকৃতে টেনিস বলের আকারে একটি টিউমার হয়েছে, যা ক্যানসার আক্রান্ত। এর পরেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুম্বইয়ের প্রথম সারির হাসপাতালে অভিনেত্রী স্ত্রীকে ভর্তি করান শোয়েব। ১৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর চিকিৎসকের দল জানান, বিপন্মুক্ত দীপিকা। ইদের আগের দিন আইসিইউ থেকে সরিয়ে তাঁকে ব্যক্তিগত কেবিনে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। গত শুক্রবার তাঁকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেন।