Advertisement
E-Paper

‘ফেডারেশনের সঙ্গে সমস্যা মিটেছে, শীঘ্রই শুটিং শুরু’, জানালেন কৌশিক গঙ্গোপাধ্যায়

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব। তার জেরে সাময়িক থমকে গিয়েছিল তাঁর পুজোর ছবি ‘জংলা’র শুটিং। পরিচালকের দাবি, সে সবই অতীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৭
শুটিং শুরু করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

শুটিং শুরু করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

মঙ্গলবার রাতে ইতিবাচক খবর দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। দিন তিনেক আগে তাঁর সঙ্গে ফেডারেশনের দ্বন্দ্ব নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল টলিউডে। কারণ, এই দ্বন্দ্বের জেরে থমকে গিয়েছিল কৌশিকের পুজোর ছবি ‘জংলা’র শুটিং। যা ২৯ জানুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হওয়ার কথা ছিল। মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে ঝলকবার্তায় কৌশিক বলেন, “ফেডারেশন এবং টেকনিশিয়ান্স গিল্ডের সঙ্গে সব সমস্যা মিটে গিয়েছে। খুব শীঘ্রই শুটিং শুরু করছি।”

কৌশিকের সঙ্গে ফেডারেশনের সমস্যা তখনও মেটেনি। সেই সময় এই ছবির প্রযোজক নন্দী মুভিজ়ের কর্ণধার প্রদীপ নন্দী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, পুরো বিষয়টিই দায়িত্ব নিয়ে দেখছেন পরিচালক। তিনিই ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। আশা, সমস্যার সমাধান হবে। তিনি তাই আর মাথা ঘামাচ্ছেন না। প্রদীপের কথাই যে সঠিক, সেটা প্রমাণিত মঙ্গলবার রাতে।

কৌশিক শুরুতেই সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। ঝলক বার্তায় তাঁর বক্তব্য, “কথা বলতে গিয়ে জানলাম আমার আগে বলা কিছু কথা টেকনিশিয়ান ভাইদের খুব দুঃখ দিয়েছে। তাঁদের গলায় অভিমান, ‘দাদা, আমাদের নিয়ে এ ভাবে আপনি বললেন!’ সামনাসামনি বসে তাঁদের বুঝিয়েছি, কী কারণে, কী বিষয়ে, কোন প্রেক্ষিতে বক্তব্য রেখেছিলাম। তাঁরা বুঝতে পেরেছেন। আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা মিটে গিয়েছে। সেই জায়গা থেকেই আমরা আবার আগের মতো কাজ করতে চলেছি।” পরিচালক এ-ও জানান, তাঁর কাজ দিয়ে এই বছরের নতুন ছবির কাজ শুরু হচ্ছে। আশা, এ বছর দর্শক গত বছরের থেকেও অনেক ভাল ভাল ছবি দেখতে পাবেন।

প্রসঙ্গত, পরিচালকের ‘জংলা’ ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে। বিপরীতে দুই নায়িকা। তাঁদের একজন মুম্বইয়ের।

Kaushik Ganguly Federation Puja Release 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy