Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৯ সেপ্টেম্বর ২০২২ ই-পেপার

URL Copied
Something isn't right! Please refresh.

সোনিকা মৃত্যুকাণ্ডে দায়ী কে? ‘জানা যাবে’ এ বার

শঙ্কুদেবের কথায়, ‘‘এই ঘটনায় কে দায়ী সেটার উত্তর পাওয়া যাবে আমার ছবিতে। সাংবাদিকতায় যেমন তদন্তের একটা জায়গা থাকে, সিনেমাতেও সেটা সম্ভব। আমরা

নিজস্ব সংবাদদাতা
৩০ জুলাই ২০১৭ ১২:৫৫
Save
Something isn't right! Please refresh.
সোনিকা সিংহ চৌহান। ছবি: সোনিকার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

সোনিকা সিংহ চৌহান। ছবি: সোনিকার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

Popup Close

গত ২৯ এপ্রিল লেক মলের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিংহ চৌহানের। সে দিন চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সোনিকার মৃত্যু তদন্ত এখনও চলছে। গ্রেফতার হওয়ার পর আপাতত জামিনে মুক্ত বিক্রম। সোনিকার মৃত্যুর জন্য কে দায়ী তা এ বার সামনে আসতে চলেছে। সৌজন্যে পরিচালক শঙ্কুদেব পণ্ডা। তাঁর আগামী ছবি ‘গতি’র বিষয় সোনিকা মৃত্যু রহস্য।

শঙ্কুদেবের কথায়, ‘‘এই ঘটনায় কে দায়ী সেটার উত্তর পাওয়া যাবে আমার ছবিতে। সাংবাদিকতায় যেমন তদন্তের একটা জায়গা থাকে, সিনেমাতেও সেটা সম্ভব। আমরা এখানে শহরের নাইট লাইফটা ধরব।’’ ‘গতি’ নামে রেজিস্ট্রেশন হওয়া ছবিটির শুটিং শুরু হবে আর কয়েক দিনের মধ্যেই।

আরও পড়ুন, বিয়ে করছেন পূজা, পাত্র কে জানেন?

Advertisement

সবচেয়ে উল্লেখযোগ্য এ ছবির কাস্ট। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবিতে বিক্রম চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে। সোনিকার চরিত্রে অভিনয় করবেন পূজারিনি ঘোষ। এ বিষয়ে পরিচালক অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তবে এই কাস্টের কথা উড়িয়েও দেননি শঙ্কুদেব। সাহেব এ বিষয়ে বলেন, ‘‘আমার সঙ্গে এ ব্যাপারে কেউ যোগাযোগ করেননি। বিষয়টা আমি কিছুই জানি না। যদি যোগাযোগ করেন, স্ক্রিপ্ট পছন্দ হলে ভেবে দেখব।’’ পূজারিনির কথায়, ‘‘এই ধরনের কোনও ছবিতে আমি এখনও পর্যন্ত সই করিনি। আমি কিছু জানিও না।’’

বিচারাধীন একটি বিষয় নিয়ে ছবি করলে তাতে আইনি সমস্যার সম্ভবনা রয়েছে কি? শঙ্কু বললেন, ‘‘ছবির লিগাল অ্যাডভাইসার রয়েছেন। তাছাড়া আমি ল’গ্র্যাজুয়েট। ফলে আইনের বিষয় নিয়ে একেবারেই চিন্তিত নই। আমি কনফিডেন্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)


Tags:
Sonika Chauhan Vikram Chatterjeeসোনিকা সিংহ চৌহানবিক্রম চট্টোপাধ্যায় Celebrities Pujarini Ghosh Saheb Bhattacharjee
Something isn't right! Please refresh.

Advertisement