আরবসাগরের পারে সাতমহলা ‘মন্নত’-এর অন্দরমহল দেখার স্বপ্ন দেশের বহু মানুষের। কারণ, সেই প্রাসাদে ঢোকার অনুমতি পেলেই যে দেখা মিলবে স্বপ্নের নায়কের। কিন্তু জানেন কি শাহরুখ খানের বাড়িতে কেমন পোশাক পরে গেলে খুব বিরক্ত হন বাদশা?
ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেকেই বলেন, অতিথি আপ্যায়ণ কী ভাবে করতে হয় তা শাহরুখকে দেখে শেখা উচিত। জন্মদিন, দীপাবলি বা ছবির সাফল্য— নানা সময়ে ‘মন্নত’-এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন নায়ক। সম্প্রতি, এক সাক্ষাৎকারে নায়কের এক গোপন কথা ফাঁস করলেন পরিচালক তথা প্রযোজক কর্ণ জোহর। জানিয়েছেন, তিনি নিজে এক নির্দিষ্ট ধরনের পোশাকে কখনও বাদশার সামনে যান না।
বহু সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন যে তিনি পোশাকের মাপ নিয়ে খুব খুঁতখঁতে। সঠিক মাপের পোশাক না হলে পরতে পারেন না। একই বিষয় প্রযোজ্য তাঁর চারপাশের মানুষদের জন্যও। কর্ণ বললেন, “জিন্সের ফিটিংস নিয়ে শাহরুখ খুব খুঁতখুঁতে। আপনি যদি ভুল মাপের জিন্স পরে ওর সামনে গিয়ে দাঁড়ান, তা হলে আপনাকে ভাল করে প্রথমে দেখবে। তার পর বিচার করবে। ধরেই নেবে আপনি মানুষ ভাল নন। আমি ওই জন্য মন্নতে কখনও জিন্স পরে যাই না।”
অভিনয়জীবনের প্রায় শুরুর দিক থেকে কর্ণের সঙ্গে সখ্য শাহরুখের। নায়কের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে সহকারি পরিচালক হিসাবে কাজ করেছিলেন কর্ণ। ছবির পরিচালক ছিলেন আদিত্য চোপড়া। কর্ণ জানান, সেই সময় বাদশার পোশাকের সব দায়িত্ব ছিল তাঁর উপর। তখন তিনিই নায়ককে পরামর্শ দিয়েছিলেন কেমন ধরনের জিন্স পরলে তাঁকে দেখতে সঠিক লাগবে। হাসতে হাসতে পরিচালক জানান, মাঝের এতগুলো বছরে নায়কের খুঁতখুতে স্বভাবের জন্য যে তিনিই জিন্সের প্যান্ট পরতে ভয় পাবেন, তা আশা করেননি।