দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। সৌজন্যে জনপ্রিয় ধারাবাহিক ‘রানি রাসমণি’। সেই দিতিপ্রিয়া শেয়ার করলেন তাঁর ‘নিঃশর্ত ভালবাসা’র কথা।
সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগে প্রিয় পোষ্যর সঙ্গে ছবি শেয়ার করেছেন দিতিপ্রিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীটা কত সুন্দর হত, যদি মানুষের হৃদয়ও ওদের মতোই হত। আনকন্ডিশনাল লভ…।’
দিতিপ্রিয়ার অভিনয় গত এক বছর ধরে দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে। যে ভাবে এত কম বয়সে পর্দায় পরিণত রানি রাসমণির চরিত্রে অভিনয় করছেন তিনি তা প্রশংসার দাবি রাখে বলে মনে করেন টলিউডের একটা বড় অংশ। সে কারণেই টিআরপির হিসেবেও প্রায় প্রতি সপ্তাহেই এই ধারাবাহিক থাকে প্রথম স্থানে। অভিনয়ের পাশাপাশি পাঠভবনে হিউম্যানিটিজ নিয়ে ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছেন অভিনেত্রী। ইতিহাস, সোশিওলজি, এডুকেশন এবং মিউজিক নিয়ে চলছে তাঁর এখনকার পড়াশোনা। পাশাপাশি পোষ্যের প্রতি অকৃত্রিম ভালবাসা রয়েছে তাঁর।
আরও পড়ুন, ফ্যাশন আইকন প্রসেনজিত্কে চিনে নিন ‘রেট্রো মেট্রো’তে
What a beautiful world it would be... If people had hearts like dogs #unconditional_love ❤️❤️❤️❤️
(টলিউডের প্রেম, টলিউডের বক্ল অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা - বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)