Advertisement
E-Paper

এক ছাদের তলায় মদ্যপান, তুমুল হুল্লোড় সলমন ও অভিষেকের! নিশিঠেকে ঠিক কী হত?

একটা সময়ে মোবাইলের রমরমা ছিল না। কোথাও গেলেই নিজস্বী তোলারও ভিড় জমত না। তাই তারকারা নির্দ্বিধায় পরস্পরের সঙ্গে জমায়েতে মাততেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৭
DJ Aqeel revealed that Abhishek Bachchan, Shah Rukh Khan, Salman Khan used dance at club

(বাঁ দিকে) অভিষেক বচ্চন এবং সলমন খান (ডান দিকে)। —ছবি: সংগৃহীত।

সলমন খান ও অভিষেক বচ্চন— দুই তারকাকে একত্রে দেখা যায় না। কেন দেখা যায় না, তার কারণও প্রায় সকলের কাছেই পরিষ্কার। কিন্তু একটা সময়ে নিশিঠেকে একই ছাদের তলায় মদ্যপানে মজতেন তাঁরা। এমনকি, তাঁদের সঙ্গে যোগ দিতেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও। সম্প্রতি বলিউডের এমন নানা অজানা কথা প্রকাশ্যে এনেছেন ডিজে অকিল।

একটা সময়ে মোবাইলের রমরমা ছিল না। কোথাও গেলেই নিজস্বী তোলার ভিড় জমত না। যখন তখন ক্যামেরাবন্দি হতেন না তারকারা। তাই তাঁরা নির্দ্বিধায় পরস্পরের সঙ্গে জমায়েতে মাততেন। ডিজে অকিল বলেছেন, “একটা সময় পর্যন্ত ব্যক্তিগত জমায়েতে আমি গান বাজাতে যেতাম। তার পরে নিশিঠেকের পার্টিতে গান বাজানো শুরু করি। এক নির্দিষ্ট নিশিঠেকে বলিউডের তাবড় তারকা আসতেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সলমন খান, অভিষেক বচ্চন, ফরদিন খান, জন আব্রাহাম, হৃতিক রোশন, ডিনো মোরিয়া-সহ আরও অনেকে। সিনিয়র ও জুনিয়র দুই বচ্চনই একসঙ্গে পার্টি করতেন মনে আছে। তখন কোনও ক্যামেরা ছিল না।”

সমাজমাধ্যমের রমরমার পরে বন্ধ হয়ে গিয়েছে বলিউডের এই পার্টিগুলি, জানান ডিজে অকিল। তাঁর কথায়, “এখন তারকারা ভয় পান। এখন ওঁরা নিশিঠেকে প্রবেশ করতেই পারেন না। প্রত্যেকে এখন ওঁদের সঙ্গে ছবি তুলতে চান। লোকজন ওঁদের বিরক্ত করেন। মানসিক শান্তি নেই ওঁদের মধ্যে। কিন্তু আগে এই সব বিষয় নিয়ে কাউকে চিন্তা করতে হত না। ওঁরা আসতেন, মদ্যপান করতেন, আনন্দ করতেন নির্দ্বিধায়। ওঁদের ছবির গান বাজালে মনের আনন্দে নাচতেন। বিশেষ করে শাহরুখ, সলমন ও আমির নিজেদের ছবির গানে নাচতে ভালবাসতেন।”

এক সময়ে নিয়মিত শাহরুখের বাড়ির জমায়েতেও গান বাজাতেন ডিজে অকিল। প্রতি রাতে গান বাজিয়ে ৩০-৪০ হাজার টাকা পেতেন তিনি।

Salman Khan Abhishek Bachchan DJ Aqeel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy