Advertisement
E-Paper

শাহরুখের পার্টিতে খাবার ও মদের এলাহি আয়োজন! ঘরের কোণে বসে কী করেন সলমন, হৃতিক?

শাহরুখের বাড়ির জমায়েতে একাধিক বার গান বাজানোর দায়িত্বে তিনি ছিলেন। মন্নত-এর অন্দরে পার্টি হলে, কেমন থাকে আবহ, জানালেন আকিল।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৫
DJ Aqeel revealed what Salman Khan and Hrithik Roshan used to do at Shah Rukh Khan’s party

শাহরুখের পার্টিতে ঘরের কোণে বসে কী করতেন সলমন খান ও হৃতিক রোশন। ছবি: সংগৃহীত।

শাহরুখ খানকে নিয়ে তাঁর অনুরাগীদের আগ্রহের শেষ নেই। অভিনয়, প্রযোজনা সংস্থার কাজ ছাড়াও আরও একটি কাজে নাকি বেশ দক্ষ বলিউডের বাদশাহ— বলিউডি তারকাদের এক ছাদের তলায় এনে জমাটি আয়োজন করতে তিনি নাকি সিদ্ধহস্ত। এক কথায়, বলিউডের তারকাদের নিয়ে পার্টি করতে তিনি খুবই পছন্দ করেন। কেমন হয় শাহরুখের বাড়ির পার্টি? প্রকাশ্যে আনলেন ডিজে আকিল।

শাহরুখের বাড়ির জমায়েতে একাধিক বার গান বাজানোর দায়িত্বে তিনি ছিলেন। মন্নত-এর অন্দরে পার্টি হলে, কেমন থাকে চিত্রটা, জানালেন আকিল। সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রায় একশো বার শাহরুখ খানের বাড়িতে আমি গান বাজিয়েছি। এই পার্টিগুলোতে শাহরুখ, সলমন ও হৃতিক যে যাঁর নিজের পছন্দের লোকজনদের সঙ্গে ঘরের বিভিন্ন কোণে বসে থাকেন। কোনও একজনের ছবির গান বাজালে অন্যদের আবার খারাপ লাগে। তাই নিশ্চিত করি, যাতে সবার গানই বাজাতে পারি। তাতে সকলেই খুশি হন।”

যে কোনও একজনের ছবির গান বাজালেই, অন্যরা এসে আকিলকে বলতেন, “আরে, তুই ওর ছবির গান বাজিয়ে শোনাচ্ছিস?” তার পরে তাঁদের ছবির গান বাজানো হলে খুশি হতেন। আকিল বলেছেন, “আমি ওদের দেখেই বুঝতে পারতাম, একজনের ছবির গান বাজালে অন্যদের খারাপ লাগে। ক্রমশ ওরা একে একে ফ্লোরে এসে একসঙ্গে নাচতেন। কিন্তু পার্টির শুরুতে, সবাই যে যাঁর মতো ঘরের কোণে দাঁড়িয়ে থাকতেন।”

শাহরুখের পার্টির খাওয়াদাওয়া কেমন? প্রশ্ন করতেই আকিল বলেছেন, “খাবার খুব ভাল। খুব ভাল মদ্যপানের আয়োজনও হয়। লোকজনও খুব ভাল। অতিথি আপ্যায়নেও কোনও ফাঁক রাখেন না শাহরুখ। সব কিছুই দারুণ। নিমন্ত্রিতেরা প্রত্যেকে উপস্থিত থাকেন। লোকজন শাহরুখের পার্টিতে আসার জন্য মুখিয়ে থাকেন। কেউ কেউ তো বিদেশ থেকেও আসেন। আগে ওঁর বাড়িতে ২-৩ মাসে এক বার তো পার্টি হতই। এক রাতে গান বাজিয়ে আমি ৩০ থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতাম।”

Shah Rukh Khan Salman Khan Hrithik Roshan DJ Aqeel
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy