অপু বিশ্বাস এবং শাকিব খান দু’জনকে নিয়ে বিতর্কের শেষ নেই৷ তাঁদের সম্পর্কের সমীকরণ এখন কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে দর্শক মনে প্রশ্নের শেষ নেই। শোনা গিয়েছিল, তাঁদের নাকি বিচ্ছেদ হয়েছে৷ তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, শাকিব-অপু আবারও কাছাকাছি৷ এক সঙ্গে নাকি তাঁরা আবারও সংসার করতে চান। যদিও সবার মুখেই কুলুপ। দু’জনের দাম্পত্যে যতই সমস্যা আসুক না কেন, ছেলে তাঁদের প্রাণ। আব্রাম খান জয় তাঁদের নয়নের মণি।
আরও পড়ুন:
মা-বাবার সমস্যা তার উপর প্রভাব ফেলুক কোনও দিনই তাঁরা চাননি। এক সঙ্গে ঘুরতেও গিয়েছেন৷ অনেক অনুষ্ঠানে শাকিবের বাড়িতে সময় কাটাতেও দেখা গিয়েছে আব্রামকে৷ জানেন কি, অপু কাজের জন্য দেশে না থাকলে ছোট্ট আব্রাম কার কাছে থাকে? ঘনিষ্ঠ সূত্র বলছে, ঠাকুমা অর্থাৎ শাকিবের মা তার বড় প্রিয়৷ অপু না থাকলে তাঁর কাছেই থাকে আব্রাম৷ সূত্র বলছে, শাকিবের বাড়িতে অপুকে এখনও নায়কের স্ত্রী হিসাবে মানা হয়৷ ননদ-শাশুড়ির সঙ্গে খুবই ভাল সম্পর্ক নায়িকার।