ছবিটা ভাল করে দেখুন তো। এই মহিলাকে চিনতে পারছেন?
অনেকটা কি বলিউডের এক সময়ের অভিনেত্রী নার্গিসের সঙ্গে এঁর মুখের মিল পাচ্ছেন? ইনি নিজেও কিন্তু এক অভিনেত্রী।
আসল বিষয়টা ঠিক কী? কে এই মহিলা জানেন?
ইনি মণীষা কৈরালা। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে রাজকুমার হিরানির পরবর্তী ছবি ‘সঞ্জু’তে মণীষার লুক। সঞ্জয়ের দত্তের বায়োপিকে সঞ্জয়ের মা নার্গিসের চরিত্রে অভিনয় করবেন মণীষা। তাঁর এই নয়া লুক প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় নার্গিসের সঙ্গে তুলনা শুরু হয়েছে অভিনেত্রীর।
কেউ বলছেন, মণীষা ছাড়া নার্গিসের চরিত্রে আর কেউ করতে পারতেন না। কেউ আবার বলছেন, স়ঞ্জয় রূপী রণবীর কপূরের থেকেও ভাল লুক হয়েছে মণীষার। অনেকে আবার বলছেন, ১৯৫৫-এ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘শ্রী ৪২০’-এ নার্গিসের লুকের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে মণীষার।
আরও পড়ুন, ‘সঞ্জু’তে রণবীর-সোনমরা কত করে পারিশ্রমিক পাচ্ছে জানেন?
মণীষার লুক ইতিমধ্যেই প্রশংসিত। তিনি কেমন অভিনয় করেন, এখন সেটাই দেখার।
Feeling blessed and honored to play the role of Nargis ji in #Sanju 😇
— Manisha Koirala (@mkoirala) June 6, 2018
Watch the movie on 29th June. #RanbirKapoor #RajkumarHiraniFilms @rajkumarhirani @VVCFilms @foxstarhindi pic.twitter.com/nRfFXzDI9G