না! এটা কোনও তারকার ছোটবেলার ছবি নয়। বরং এই শিশুকে আপনি আজই প্রথম দেখছেন। কে এই শিশু?
এ হল স্টার কিড। রাধ্যা। হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর নাতনি। অভিনেত্রী এষা দেওল এবং ভরত তখতানির কন্যা সন্তান। এই প্রথম রাধ্যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এষা।
গত অক্টোবরে মা হয়েছিলেন এষা। তার পর থেকে মেয়ে আড়ালেই রেখেছিলেন তিনি। পাপারাত্জিরাও রাধ্যার ছবি তুলতে পারেননি। কারণ মিডিয়ার থেকে মেয়েকে দূরেই রেখেছিলেন এই তারকা দম্পতি।
এষা, ভরত দু’জনে মিলেই মেয়ের নাম রেখেছিলেন। রাধা থেকেই রাধ্যা নামের আবির্ভাব। যার অর্থ আরাধ্য বা আরাধনা করা।
আরও পড়ুন, গানের গুঁতো @ পালোমা
২০১২-র ফেব্রুয়ারিতে এনগেজমেন্টের পর ওই বছরই জুনে বিয়ে করেন এষা ও ভরত। দু’জনেই ছোটবেলার বন্ধু। স্কুল জীবন থেকেই একে অপরকে চিনতেন বি-টাউনের নতুন বাবা-মা। পরে নিজেদের কেরিয়ার তৈরির জন্য আলাদা হয়ে যান তাঁরা। পরে ‘টেল মি ও খুদা’ ছবির সেটে ফের দেখা হয় এষা ও ভরতের।
মেয়ে হওয়ার পর ‘কেকওয়াক’ নামের একটি শর্টফিল্ম দিয়ে কামব্যাক করছেন এষা। তবে মেয়েকে সময় দেওয়া তাঁর প্রথম প্রায়োরিটি।
Radhya Takhtani ... our darling daughter 😊🙏🏼❤️ @bharattakhtani3 #radhyatakhtani pic.twitter.com/VjO40OR9lU
— Esha Deol (@Esha_Deol) May 7, 2018