পিঠে ব্যাগ। দুই বিনুনি চলেছে স্কুলের পথে। অন্তত পিছন থেকে দেখে তো তেমনই মনে হচ্ছে। মেয়েটি কে জানেন?
মেয়েটিকে সামনে এনেছেন স্বয়ং আমির খান। আসলে তাঁর নতুন প্রজেক্ট ‘সিক্রেট সুপারস্টার’-এর ফার্স্ট লুক সামনে এনেছেন। এই ছবিতে অভিনয় করছেন ‘দঙ্গল’ খ্যাত জাইরা ওয়াসিম। এই মেয়েটি জাইরা কিনা তা এখনও খোলসা করেননি আমির। আগামী বুধবার মুক্তি পাবে এই ছবিট ট্রেলার।
আরও পড়ুন, বিয়ে করছেন পূজা, পাত্র কে জানেন?
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অ্যাডভেট চন্দন পরিচালিত এ ছবিতে এক টিনএজারের গল্প দেখবেন দর্শক। যার স্বপ্ন গান গাওয়া। আমির নিজেও এই ছবিতে অভিনয় করবেন। তবে কোন চরিত্রে তা নিয়ে এখনও রহস্য বজায় রেখেছেন তিনি। সব কিছু ঠিক থাকলে চলতি বছর দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন, বিবাহবার্ষিকীতে কী করলেন সৌরভ-মধুমিতা?
তবে জাইরা এই ছবির মুখ্য অভিনেত্রী। ‘দঙ্গল’এ কুস্তিগীর গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছিলেন তিনি। এ বার নতুন পরীক্ষা। এতেও জাইরা সফল ভাবেই উতরে যাবেন বলেই মনে করছে বলি মহলের একটা বড় অংশ। (_)
— Aamir Khan (@aamir_khan) July 31, 2017
তবে জাইরা এই ছবির মুখ্য অভিনেত্রী। ‘দঙ্গল’এ কুস্তিগীর গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পেয়েছিলেন তিনি। এ বার নতুন পরীক্ষা। এতেও জাইরা সফল ভাবেই উতরে যাবেন বলেই মনে করছে বলি মহলের একটা বড় অংশ। (_)