পিঠে ব্যাগ। দুই বিনুনি চলেছে স্কুলের পথে। অন্তত পিছন থেকে দেখে তো তেমনই মনে হচ্ছে। মেয়েটি কে জানেন?
মেয়েটিকে সামনে এনেছেন স্বয়ং আমির খান। আসলে তাঁর নতুন প্রজেক্ট ‘সিক্রেট সুপারস্টার’-এর ফার্স্ট লুক সামনে এনেছেন। এই ছবিতে অভিনয় করছেন ‘দঙ্গল’ খ্যাত জাইরা ওয়াসিম। এই মেয়েটি জাইরা কিনা তা এখনও খোলসা করেননি আমির। আগামী বুধবার মুক্তি পাবে এই ছবিট ট্রেলার।