Advertisement
১৬ এপ্রিল ২০২৪

রোল মডেলে ‘না’ জাইরার

লোকের চাহিদার জেরে তাঁর উপর চাপ ক্রমশ বাড়ছে। কিছু দিন আগে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের মুখে পড়েছিলেন। তবুও কাশ্মীর ছেড়ে মুম্বইতে পাকাপাকি আস্তানা গাড়তে চান না জাইরা।

জাইরা

জাইরা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০০
Share: Save:

গীতা ফোগতের ছোটবেলার চরিত্রে অভিনয়ের পর থেকেই তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই। ষোলো বছর বয়সে ‘দঙ্গল’-এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পাওয়া হয়ে গিয়েছে জাইরা ওয়াসিমের। এ বার তো আরও বড় চরিত্র। আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবির মুখ্য ভূমিকায় তিনি। কিন্তু এত স্বীকৃতির মাঝেও নিজেকে রোল মডেল মনে করেন না জাইরা। ‘‘আমি চাই না, লোকে আমাকে রোল মডেল ভাবুক। আমি সবাইকে বলতে চাই, আমাকে দেখে নয়, নিজে যে পথে যেতে চাও, সেই পথেই হাঁটো। কারণ প্রত্যেকের উচিত সে নিজে যা চায় সেটাই করা,’’ বলেন জাইরা। কারণটাও নিজেই বলেছেন। লোকের চাহিদার জেরে তাঁর উপর চাপ ক্রমশ বাড়ছে। কিছু দিন আগে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে দেখা করে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্কের মুখে পড়েছিলেন। তবুও কাশ্মীর ছেড়ে মুম্বইতে পাকাপাকি আস্তানা গাড়তে চান না জাইরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Zaira wasim Indian actress Actress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE