লকডাউনের পর প্রথম কাজে ফিরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। একটি চ্যানেলের জন্য 'সীতা' চরিত্র করলেন তিনি।
কৃষ্ণনবমব্যধিকল্পে আজ দুর্গার বোধন। এই দিনেই প্রকাশ পেল মধুমিতার সীতার লুক।
মধুমিতা আনন্দবাজার ডিজিটালকে বললেন, "আমি সীতা হয়েও রাবণের সঙ্গে কাজ করে খুব খুশি! রাজেশ শর্মা এখানে রাবণ। ওঁর সঙ্গে কাজ করতে গিয়ে সিনেমা আর অভিনয় নিয়ে আলোচনা করতে পেরে আমার খুব ভাল লেগেছে।" চিত্রনাট্য হাতে পাওয়ার পর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে ফোনেই সংলাপ নিয়ে দীর্ঘ আলোচনা করেন মধুমিতা। জানালেন, "রাজেশ শর্মার সঙ্গে অভিনয়ের জন্য তাই সে ভাবেই প্রস্তুতি নিয়েছি। ফ্লোরে কল টাইমের আগে পৌঁছে যেতাম। একটু যাতে রিহার্সাল করা যায়।"