Advertisement
E-Paper

এক বিশেষ কারণে ছেলের নাম ‘রবি’ রাখলেন একতা

২০১৬-এ সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তাঁর ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৫১
একতা কপূর।

একতা কপূর।

সরোগেসির মাধ্যমে সদ্য মা হয়েছেন একতা কপূর। সুস্থ পুত্র সন্তানের মা হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন রবি। কিন্তু এই নামের পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। সেই রহস্য ফাঁস করেছেন একতার বাবা বলি অভিনেতা জিতেন্দ্র।

সাংবাদিকদের জিতেন্দ্র বলেন, “ঠাকুরদা আগেই হয়েছি। এ বার দাদুও হলাম। আমার জীবন এ বার সম্পূর্ণ। ওর নাম রবিই (RAVIE)। ইংরেজি অক্ষরের একটা ‘ই’ রয়েছে শেষে। ওরা জ্যোতিষ মেনে নাতির নাম রেখেছে। আমি আর আমার স্ত্রী শোভা যখন থেকে খবরটা শুনেছি, তখন থেকেই আনন্দে ভরে গিয়েছে আমাদের বাড়ি। এ বার নাতি কবে বাড়ি আসবে, তার অপেক্ষায় রয়েছি। সবাই তো বলছে ওকে আমার মতো দেখতে। কিন্তু বাচ্চারা অনেক বদলায়। তবে এ বার আমি শান্তিতে মরতে পারব। আমার দুই সন্তানেরও সন্তান রয়েছে।’’

২০১৬-এ সারোগেসির মাধ্যমে বাবা হন একতার ভাই তুষার। তাঁর ছেলে লক্ষ্যকে যত্নে বড় করে তুলছেন একতা। ভাইপোকে দেখার পরই নিজেও মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন, বিয়ে ব্যাপারটাই ভীষণ স্বপ্নের মতো আমার কাছে, বললেন অঙ্কিতা

একতার বয়স এখন ৪৩। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, বিয়ে করবেন না। কিন্তু মা হয়ে সন্তানকে বড় করতে চান। সে কারণেই সরোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। টেলিভিশন জগতে একতার সাফল্য প্রশ্নাতীত। আপাতত ছেলেকে সময় দেবেন তিনি। তবে দ্রুত কাজে ফেরারও ইঙ্গিত দিয়েছেন।

#EXCLUSIVE: Look at those hands! 😍 @ektaravikapoor's first pic with her baby boy #RavieKapoor is out! 👶🤩❤

A post shared by Zoom TV (@zoomtv) on

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

Ekta Kapoor একতা কপূর Bollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy