
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
শেষের মুখে

আগামী মাসেই বন্ধ হতে চলেছে ‘কোড়া পাখি’। আর কিছু দিনের মধ্যে এই জনপ্রিয় ধারাবাহিকের শুটিং শেষ হয়ে যাবে বলেই খবর। এ ব্যাপারে ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র ঋষি কৌশিক বললেন, ‘‘অফিশিয়ালি এখনও কিছু জানানো হয়নি আমাদের। তবে গল্প যে ভাবে এগোচ্ছিল, তাতে তা আগেই মনে হয়েছিল।’’ ধারাবাহিক বন্ধ হওয়ার কারণ প্রসঙ্গে আর এক অভিনেতা ভরত কলের মত, ‘‘প্রথমে পাঁচদিন, তারপর সাতদিন, পরে আবার পাঁচদিন— টাইম স্লটের এত পরিবর্তন হলে সেই সিরিয়ালের প্রতি দর্শকের টান কমে যায়। লীনা গঙ্গোপাধ্যায়ের সেরা ধারাহিকগুলোর মধ্যে এটি একটি। এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে শুনে খারাপ লাগছে।’’ ডিসেম্বরে এই চ্যানেলের ‘কে আপন কে পর’ও বন্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। এ প্রসঙ্গে চ্যানেলের সঙ্গে যোগাযোগ করা হলেও উত্তর মেলেনি।
- Tags
- Kora Pakhi
- Bengali serial
সব খবর প্রতি সকালে আপনার ইনবক্সে
আরও খবর