গত বছর, হেমা মালিনী ও ধর্মেন্দ্রের কন্যা এষা দেওলের ঘর ভাঙার খবর প্রকাশ্যে আসে। ভরত তখতানির সঙ্গে ১২ বছরের দাম্পত্য এষার। এক যুগের যৌথযাপনে দু’জনে ভাল নেই, তেমন কোনও ইঙ্গিত এর আগে প্রকাশ্যে আসেনি। তবে অতীত ভুলে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এষার প্রাক্তন স্বামী।
আরও পড়ুন:
মুম্বইতে ধুমধাম করে বিয়ে হয়েছিল এষার। হেমার বাড়ির কাছেই ছিল এষার শ্বশুরবাড়ি। বিয়ের পর এষা নিজেই জানিয়েছিলেন, একান্নবর্তী সংসারে একাধিক বিধিনিষেধের কথা। তবে সে সব নিয়ে কোনও দিনই মাথা ঘামাননি এষার মা। দেওল পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, হেমা মালিনী মেয়ে-জামাইয়ের বিচ্ছেদের মাঝে কখনও ঢুকতে যাননি। বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল একান্তই তাঁদের। যদিও শোনা যায়, ধর্মেন্দ্র চেয়েছিলেন মেয়ে-জামাই সংসারের কথা আরও একবার ভেবে দেখুক। সূত্রের খবর, অভিনেত্রীর স্বামী নাকি ২০১৮ সাল থেকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যার ফল, বিচ্ছেদ। এষার সঙ্গে সম্পর্ক থাকাকালীনই ভরত প্রেমিকার সঙ্গে থাকতে শুরু করে দেন বলে খবর। এ বার ভরত সেই সম্পর্কে সিলমোহর দিলেন। ভরতের প্রেমিকা, মেঘনা লাখানি বেঙ্গালুরুর বাসিন্দা। ইউরোপে ঘুরতে গিয়ে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে ভরত লেখেন, ‘‘আমার পরিবারে তোমাকে স্বাগত, ইট্স অফিসিয়াল।’’ মেঘনাও লেখেন, ‘‘আমাদের পথ চলা শুরু।’’ তাহলে কি, বিচ্ছেদের বছর ঘোরার আগেই বিয়ের পিঁড়িতে এষার প্রাক্তন স্বামী!