Advertisement
E-Paper

‘জয়ের খবর আমি ছাড়া কে রাখবে?’

দু’বছর পরে ছোট পর্দায় ফিরছেন মাহি ভিজ

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০৭:১০
মাহি

মাহি

প্র: কাজের ব্যাপারে আপনি নাকি খুব খুঁতখুঁতে?

উ: হ্যাঁ, আজকাল টেলিভিশনে কী ধরনের শো হচ্ছে, আমরা জানি। গুচ্ছ গুচ্ছ শো আর তার সঙ্গে অনেক নতুন মুখ। শুধু মাত্র বাড়ির বাইরে বেরোনোর জন্য আমি কোনও কাজ করব না। আর টাকার জন্য তো কাজ করার প্রশ্নই নেই। অবসরে ফিটনেস নিয়ে নানা রকম চর্চা চালাই। এখন এরিয়াল যোগা করছি। ‘লাল ইশক’-এর কনসেপ্টটা ভাল লাগল বলে করলাম।

প্র: ‘লাল ইশক’ প্রেমের গল্প। আপনার কাছে প্রেম কী?

উ: প্রেম খুব স্বচ্ছ একটা বিষয়। যেখানে কোনও লুকোচুরি নেই। আমি কতটা রোম্যান্টিক জয় (ভানুশালী) ভাল বলতে পারবে। সাত বছর হল আমাদের বিয়ের। নিত্যনতুন রোম্যান্টিক কিছু করার চেষ্টা করি। মাঝে মধ্যে জয়ের সঙ্গে কোথাও বেরিয়ে যাই। সারপ্রাইজ় পেতে বা দিতে খুব ভাল লাগে।

প্র: জয়ের বিষয়ে খুব পোজ়েসিভ?

উ: পোজ়েসিভ নয়, প্রোটেক্টিভ। জয় কখন শুটে যাবে, কখন ফিরবে, কী খাবে এই সব খবর আমি ছাড়া কে রাখবে! তবে আমি খুশিকে নিয়ে পোজ়েসিভ। খুশি আমার হেল্পারের মেয়ে।

প্র: আপনি আর জয় কি খুশিকে দত্তক নিয়েছেন?

উ: না। ওর মা-বাবা আছে তো। তা হলে কেন দত্তক নেব! খুশি সকালে ঘুম থেকে উঠেই আমাদের কাছে চলে আসে। আমিই ওকে স্নান করাই, খাওয়াই। এক কথায় ও আমার জীবন।

প্র: মা হওয়ার পরিকল্পনা আছে?

উ: এখনও সময় আছে। জয় খুব ভাল স্বামী। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে খুব স্নেহ করেন। আমার ব্যক্তিগত জীবন পরিপূর্ণ। কিন্তু কাজের দিক থেকে আমি খুশি নই। এখনও অনেক কিছু করা বাকি। একটু ওজন বেড়ে গেলেই সকলে বলতে শুরু করে, আমি গর্ভবতী। অভিনেতাদের সব সময়ে ভাল দেখতে আর ফিট থাকতে হয়। এই ধরনের গুজব অনেক সময়ে কেরিয়ারের ক্ষতি করে। প্রেগনেন্ট হলে নিজেই সকলকে জানিয়ে দেব।

প্র: সব সময়ে ভাল দেখতে লাগার বিষয়টা কি চাপে রাখে আপনাকে?

উ: আমরা যে পেশায় আছি সেখানে ভাল দেখতে লাগাটা আবশ্যক। মোটা হয়ে গেলে কেউ কাজ দেবে না। তবে একটাই অনুরোধ, আমার অনস্ক্রিন পারফরম্যান্স দেখে বিচার করুন, অফস্ক্রিন দেখে নয়।

Mahi Vij Indian model Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy