Advertisement
০২ মে ২০২৪
Film Award Film Bangladesh Dhaka

বাঙালদের মতো রান্না কেউ পারে না, ঢাকায় বললেন ঋতাভরী

‘‘হুমায়ুন আহমেদ নেই আমাদের মধ্যে। থাকলে একটা প্রচেষ্টা করতাম তাঁর সঙ্গে যোগাযোগ করার,’’ উচ্ছ্বসিত ঋতাভরী।

ঋতাভরী চক্রবর্তী। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।

ঋতাভরী চক্রবর্তী। ছবি-ভিডিয়ো থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১৫:২৭
Share: Save:

বাঙালদের মতো রান্নার স্বাদ ঘটিরা আনতে পারে না! বললেন ঋতাভরী
কলকাতায় শুটিং, নন্দিতা রায়-শিবপ্রসাদের প্রযোজনায় নতুন ছবির কাজ, সব মিলিয়ে ব্যস্ত ঋতাভরী চক্রবর্তী এখন ঢাকায়।
‘‘আমার আর চিত্রাঙ্গদার অনেক তফাৎ আছে। তবু আমরা দুই বোন। তেমনই ঢাকা আর ভারতকে একটা দাগ টেনে কি আলাদা করা যায়? হ্যাঁ, দুই ভাইবোনের মতো তফাৎ নিশ্চয়ই আছে। তবে আমরা বাঙালি। আমরা এক হলে কিন্তু আমাদের মতো শক্তিশালী গোষ্ঠী কেউ আর হতে পারে না’’ উত্তেজিত ঋতাভরী। ভারত-বাংলাদেশ অ্যাওয়ার্ড উৎসবে তিনি এ বার পারফর্ম করেছেন। তিনি সাধুবাদ জানালেন এমন এক উদ্যোগকে যেখানে দুই বাংলা এক হচ্ছে। জানালেন, একটু নার্ভাস তিনি দুই বাংলার মঞ্চে পারফর্ম করছেন বলে। যদিও শুটিংয়ের মতোই মঞ্চ তাঁর পছন্দের জায়গা।

আরও পড়ুন: অ্যাকাউন্টে ১৮ টাকা, ছিল না খাবার, জামাকাপড়ও: রাজকুমার রাও

আরও পড়ুন: ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন নিধি আগরওয়াল

বাংলাদেশের রান্নার কথা উঠতেই বললেন, ‘‘ঘটিরা কিছু মনে করবেন না। বাঙালদের মতো রান্না কেউ পারে না। জানি, এটা বলার পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে!’’ সোজাসাপ্টা ঋতাভরী। জানালেন, বাংলাদেশ মানে যেমন জামদানি, তেমনই বাংলাদেশ মানে হুমায়ুন আহমেদ। ‘‘তিনি নেই আমাদের মধ্যে। থাকলে একটা প্রচেষ্টা করতাম তাঁর সঙ্গে যোগাযোগ করার,’’ উচ্ছ্বসিত ঋতাভরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE