১১মে কি ‘হামি’ ডে? উত্তর দেবেন আপনারা।
কারণ শুক্রবার ১১মে মুক্তি পেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘হামি’।
এই পরিচালক জুটি এর আগৈে বহু সফল ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে। ‘হামি’ নিয়েও দর্শকদের প্রত্যাশা রয়েছে অনেকটাই। এ সব নিয়েই আমরা আজ লাইভ আড্ডা দিলাম টিম ‘হামি’র সঙ্গে। পরিচালকদ্বয় ছাড়াও হাজির ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবং খুদে অভিনেতা ব্রত।