Advertisement
E-Paper

কোচবিহারে অভিষেক। খামেনেই বিরোধী বিক্ষোভ ইরানে। মেয়েদের আইপিএল। আবহাওয়া। আর কী

উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইরানে গণবিক্ষোভ, প্রতীক জৈনের বাড়িতে ইডি অভিযান, মেয়েদের আইপিএলে হরমনপ্রীত কৌরদের তৃতীয় ম্যাচ, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ০৭:৫৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ ফের উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ‘রণসংকল্প সভা’য় আজ কোচবিহারে কর্মসূচি রয়েছে অভিষেকের। তার আগে তাঁর মদমোহন মন্দিরে পুজো দেওয়ার কথা। কোচবিহারে অভিষেকের কর্মসূচির খবরে নজর থাকবে।

গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে গণবিক্ষোভ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও, ক্রমে তা রূপ নেয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে এক বিক্ষোভ। তেহরান-সহ গোটা ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকা। ইজ়রায়েলও নজর রাখছে পরিস্থিতির উপর। আন্দোলনকারীদের দাবি, সোমবার পর্যন্ত ইরানে ৫৪৪ জনের মৃত্যু হয়েছে। গত দু’সপ্তাহে আটক হয়েছেন ১০,৬০০ জন। তেহরানের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

গত বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তাঁর দফতরে অভিযান চালিয়েছিল ইডি। ওই দিনের তল্লাশির ঘটনায় ইডির বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ জমা পড়েছে কলকাতার শেক্সপিয়র সরণি থানায়। অন্যটি বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। অন্য দিকে, গত বৃহস্পতিবারের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডিও। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

মেয়েদের আইপিএলে আজ হরমনপ্রীত কৌরদের তৃতীয় ম্যাচ। ভারত অধিনায়কের মুম্বই ইন্ডিয়ান্সকে এ বার খেলতে হবে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে। অ্যাশলি গার্ডনারের গুজরাতেরও এটি তৃতীয় ম্যাচ। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতে শীর্ষে রয়েছে গুজরাত। দু’টি ম্যাচ খেলে একটি জিতেছে, একটি হেরেছে মুম্বই। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। পূর্বাভাস বলছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। অর্থাৎ, আপাতত পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না।

News of the Day Iran Ayatollah Ali Khamenei I-Pac Enforcement Directorate WPL 2026 Weather Today Abhishek Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy