Advertisement
১০ ডিসেম্বর ২০২৩
Entertainment News

তর সইছে না ‘বিলিবার’দের, মুম্বইয়ে জাস্টিন বিবার

বছর পনেরোর কন্যেটির চোখে-মুখে যেন চাপা টেনশন লেগে রয়েছে। হাতে লাল গোলাপ। কালো টি-শার্টের মাঝে ছোট্ট করে লেখা ‘বিলিভ’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মে ২০১৭ ১৬:১৮
Share: Save:

বছর পনেরোর কন্যেটির চোখে-মুখে যেন চাপা টেনশন লেগে রয়েছে। হাতে লাল গোলাপ। কালো টি-শার্টের মাঝে ছোট্ট করে লেখা ‘বিলিভ’।

পাশেই দাঁড়িয়ে সাদা টি-শার্ট আর ভারী চশমা পরা বছর ষোলোর কিশোর। ‘উই লভ ইউ জাস্টিন’ লেখা প্ল্যাকার্ড হাতে ঘণ্টা তিনেক অপেক্ষা করছে জাস্টিনের জন্যে।

মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টের সামনে একঝাঁক কিশোর-কিশোরীর ভিড়। সে সব ছাপিয়ে নজরে এল জাস্টিন বিবারের ছিপছিপে চেহারা। হাল্কা গোলাপি হুডি আর কালো শর্টস। ডান হাতে ফুলের তোড়া। ফ্যানেদের দিকে হাত নেড়ে গাড়িতে ঢুকে গেলেন বিবার। বিবার-ঝলকে তখন মোহিত ‘বিলিভ’ টি-শার্ট। উল্লাসে ফেটে পড়ল ফ্যানকুল।

আরও পড়ুন

সম্পর্ক গভীর করতে মাসাজ করুন একে অপরকে

মুম্বইয়ে পা রাখলেন জাস্টিন বিবার। ছবি: সংগৃহীত।

সন্ধ্যা ৮টায় কনসার্ট শুরু। কিন্তু, ভরদুপুরেই টিকিটের জন্য হাহাকার ডিওয়াই পাটিল স্টেডিয়ামের সামনে। ‘বিলিভ মাই বিলিবার অ্যটিটিউড’ টি-শার্ট পরা এক কিশোরী উচ্ছ্বাসে বলেই ফেলল, “আমি ভারতেই পারছি না জাস্টিন বিবার এসে গিয়েছেন।” জাস্টিনের ‘লভ ইউরসেল্ফ’ তার ভীষণ প্রিয়। টিকিট-যাতায়াত মিলিয়ে বিবারের কনসার্টের জন্য ইতিমধ্যেই হাজার দশেক টাকা খরচাও হয়ে গিয়েছে।

আরও পড়ুন

কান-এ যাওয়ার আগে নতুন রূপে ধরা দিলেন অনন্য ঐশ্বর্যা

ফ্যানেদের মাঝে বিবার। —ফাইল চিত্র।

‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ভারতে এই প্রথম এসেছেন বিবার। ২৩ বছরের টিনএজ হার্টথ্রব নিজেই টুইট করেছেন, ‘ইন্ডিয়া, ইউ আর নেক্সট।’

এখন শুধু অপেক্ষা মিস্টার বিলিভ-এর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE