ধনশ্রী বর্মার অতীত নিয়ে বার বার কথা বলেছেন ফারহা খান। এ বার যুজ়বেন্দ্র চহালের প্রাক্তন স্ত্রীর জন্য গলা চড়ালেন তাঁর অনুরাগীরা। ফারহার দিকে ছুড়ে দিলেন তির্যক মন্তব্য।
চার বছর একসঙ্গে থাকার পরে বিবাহবিচ্ছেদ হয় যুজ়বেন্দ্র ও ধনশ্রীর। তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘ দিন জলঘোলা হয়েছে। সেই প্রসঙ্গই বার বার টেনে এনেছেন ফারহা, অভিযোগ নেটাগরিকের। সেই সাক্ষাৎকারে ধনশ্রী স্পষ্ট জানান, তিনি ও চহাল নিজেদের জীবনে অনেকটা এগিয়ে গিয়েছেন। আর কোনও টান নেই পরস্পরের প্রতি। কিন্তু তা সত্ত্বেও ফারহা তাঁদের অতীত নিয়ে প্রশ্ন করে গিয়েছেন।
আরও পড়ুন:
নেটাগরিকের দাবি করেছেন, ফারহা রীতিমতো জোর করে বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলতে বাধ্য করেছেন ধনশ্রীকে। অভিনেত্রীর চোখেমুখে অস্বস্তি স্পষ্ট হয়ে উঠলেও থামেননি ফারহা। এক নেটাগরিক লিখেছেন, “আমি কিছু ক্ষণ আগেই ভিডিয়োটি দেখলাম এবং আমারই অস্বস্তি হচ্ছিল। ফারহা বার বার ধনশ্রীকে সেই যুজ়বেন্দ্রের সঙ্গে বিয়ের প্রসঙ্গে টেনে নিয়ে যাচ্ছিলেন। ধনশ্রী খুবই উদাসীন উত্তর দিয়েছেন। বড় তারকাদের সঙ্গেও ফারহার সাক্ষাৎকার দেখেছি। তাঁদের বিয়ে, বিচ্ছেদ বা প্রাক্তনদের নিয়ে কখনও এমন জোরজার করেননি তিনি। ধনশ্রী বড় তারকা নয় বলে অবলীলায় প্রাক্তনকে নিয়ে খুঁচিয়েছেন ফারহা।”
উল্লেখ্য, বিবাহবিচ্ছেদের পরে চহাল ও ধনশ্রী পরস্পরকে নানা সময়ে খোঁচা দিয়েছেন। চহালের ভক্তেরা সমাজমাধ্যমে প্রায়ই চড়াও হন ধনশ্রীর উপর। কিন্তু নিজেদের মধ্যে নাকি সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। এই সাক্ষাৎকারেই ধনশ্রী বলেছেন, “মেসেজে যুজ়ির সঙ্গে প্রায়ই কথা হয়। ও আমাকে মা বলে ডাকত। ও খুবই মিষ্টি।”