রণবীর কপূরের চিকিৎসা করেছিলেন যুজবেন্দ্র চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মা। সম্প্রতি ফারহা খানের অনুষ্ঠানে এমন বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী। ধনশ্রীর দাবি শুনে চক্ষু চড়কগাছ হয়ে যায় ফারহার।
বিনোদনজগতে পা রাখার আগে সম্পূর্ণ অন্য পেশায় ছিলেন ধনশ্রী। তিনি নাকি দাঁতের চিকিৎসা করতেন। মুম্বইয়ে বান্দ্রা ও লোখান্ডওয়ালাতে তাঁর দুটি চিকিৎসাকেন্দ্রও ছিল। সেই সময়ে বহু বলিউড তারকার দাঁতের চিকিৎসা করেছিলেন ধনশ্রী। তাঁদের মধ্যে ছিলেন রণবীর কপূরও। অভিনেতার দাঁতের চিকিৎসার কথা শুনেই ফারহা বলে ওঠেন, “তুমি রণবীরের মুখের ভিতরটা দেখেছিলে? কেমন ছিল সেটা? অন্য রকম ছিল?” এই শুনে হেসে ওঠেন ধনশ্রী। তিনি বলেন, “ওটাই আমার কাজ ছিল। তবে, রণবীরের মুখের ভিতরটা বেশ ভাল ছিল। দেখে বেশ স্বাস্থ্যকর ও পরিষ্কার পরিচ্ছন্নই মনে হচ্ছিল।” ধনশ্রীর মন্তব্য শুনে ফের হেসে ওঠেন ফারহা।
আরও পড়ুন:
চহলের সঙ্গে বিচ্ছেদের পরে বার বার খবরের শিরোনামে উঠে আসছেন ধনশ্রী। বর্তমানে তাঁর হাতে রয়েছে বেশ কিছু কাজও। খুব শীঘ্রই উদ্যোগপতি অশ্নীর গ্রোভারের রিয়্যালিটি শো ‘রাইস অ্যান্ড ফল’-এ যোগ দেবেন তিনি। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই ওটিটি অনুষ্ঠান। যুজবেন্দ্র চহলের সঙ্গে বিচ্ছেদ হলেও তাঁদের মধ্যে কাদা ছোড়াছুড়ি পর্ব থামছে না। এমনকি, ‘রাইস অ্যান্ড ফল’ অনুষ্ঠানের প্রচার ভিডিয়োতেও প্রাক্তন স্বামীকে খোঁচা দিতে ছাড়েননি ধনশ্রী। ভিডিয়োয় প্রতিযোগীরা নানা বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে ‘বিশ্বাস’-এর প্রসঙ্গ উঠতেই ধনশ্রী বলে ওঠেন, “বিশ্বাস তো বহু দিন আগেই আমার ভেঙে গিয়েছে।” ধনশ্রীর মন্তব্যের নিশানায় যে চহল, অনুমান করেছিলেন নেটাগরিক।