বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিয়ো’-তে একেবারে অন্য অবতারে দেখা যাচ্ছে প্রবীণ অভিনেত্রী ফরিদা জালালকে। নব্বইয়ের দশক থেকে মায়ের চরিত্রেই বেশি দেখা গিয়েছে তাঁকে। তবে ‘ও রোমিয়ো’ ছবিতে একেবারে বিপরীত রূপে বর্ষীয়ান অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির প্রচার ঝলকে তাঁকে দেখে অনেকেই বলেছেন, ‘‘দুঃস্বপ্নেও ভাবতে পারিনি এটা হবে।’’
আরও পড়ুন:
শাহিদের চোখে মুখে রক্ত, শরীরে উল্কি। তবে শাহিদ একা নন, সঙ্গে রয়েছেন আরও তিন নায়িকা। তৃপ্তি ডিমরী, তমন্না ভাটিয়া ও দিশা পটানী। তবে ছবিতে সকলকে চমকে দিতে পারেন নাকি ফরিদা জালাল। টিজ়ারে তাঁর মুখে গালিগালাজের ছড়াছড়ি। তাঁর এত বছরের কেরিয়ারে কোনও দিনও তাঁর অভিনীত চরিত্রের মুখে একটা কটু কথাও শোনা যায়নি। এখানেই যেন নিজের এত বছরের ভাবমূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন ফরিদা। অনেকেরই অবশ্য চোখ কপালে উঠেছে ফরিদার মুখে এমন সব সংলাপ শুনে।
তবে অভিনেত্রী জানান, তাঁর এ নিয়ে তেমন কোনও অসুবিধা হয়নি। তবে খুব বাজে গালিগালাজ দেবেন না বলে পরিচালককে আগেই জানিয়ে রেখেছিলেন ফরিদা। তাঁর কথায়, ‘‘যখন প্রস্তাবটা আসে আমি আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম। ওঁর মতো পরিচালকের সঙ্গে কাজ করার কথা সব সময় ভেবেছি। তাই তাঁকে না বলার প্রশ্ন ওঠে না। আমি এটা ভেবেই খুশি যে আমি ওঁর সঙ্গে কাজ করছি। বড় বড় গালাগালি দেব না বলেছিলাম, তবে ছোট সাধারণ গালাগালিতে অসুবিধে নেই। আর এটা খুব নোংরা গালিও নয়। অন্তত মা ও বোন তুলে কোনও নোংরা কথা তো বলা হয়নি এবং বলবও না।’’ অভিনেত্রীর এমন দাবি শুনে বেজায় হেসেছিলেন পরিচালকও।