৬৫ বছর পূর্ণ করলেন অভিনেতা বোমান ইরানি। ২ ডিসেম্বর অভিনেতার জন্মদিন। একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। ৪১ বছর বয়সে বলিউডে তাঁর অভিষেক। অভিনেতা বোমানের এই যাত্রা খুব যে সহজ ছিল তেমনটা নয়। অনেক ঝড়ঝাপটা পেরোতে হয়েছে তাঁকে। অভিনেতার জন্মদিনে দেখে নিন পাঁচ অজানা তথ্য।
৪১ বছর বয়সে বলিউডে অভিষেক
শিল্পী হিসাবে মঞ্চে বহু বছর অভিনয় করছেন তিনি। নাট্যাভিনেতা হিসাবে তাঁর পরিচয় বহু দিনের। কিন্তু মূলধারার ছবিতে তাঁর অভিষেক হয় অনেক পরে। তখন তাঁর বয়স ৪১। ২০০০ সালে, শাহরুখ খান অভিনীত ‘জোশ’ ছবির মাধ্যমে বড়পর্দায় তাঁর অভিনয়যাত্রার শুরু। প্রমাণ করে দেন, স্বপ্নপূরণে বয়স কোনও বাধা হতে পারে না।
কঠিন শৈশব ও সংগ্রামের গল্প
বোমানের শৈশব আর পাঁচটা শিশুর মতো ছিল না। খুব কষ্ট করেই বড় হতে হয়েছে তাঁকে। অনেক অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়েছিল তাঁকে। পরিবার সামলে সবটা করতে হয়েছিল। তা বলে স্বপ্ন দেখা ছাড়েননি অভিনেতা। তার প্রমাণ অভিনেতার এই সাফল্য।
তাজ মহল প্যালেসে ওয়েটারের চাকরি
হাই স্কুলের পর জীবিকা নির্বাহের জন্য মুম্বইয়ের ‘তাজ মহল প্যালেস’ হোটেলে ওয়েটার ও ইন-রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হিসাবে কাজ করতেন তিনি। টানা দু’বছর কাজ করেছিলেন। ট্রে হাতে নিয়ে হোটেলের ঘরে ঘরে ঘুরে খাবার ও পানীয় পরিবেশনের অভিজ্ঞতা এখনও তাঁর স্মৃতিতে টাটকা।
টিপ্সের টাকায় ক্যামেরা কিনে উপার্জন
হোটেলে কাজ করার সময় টিপ্সের টাকা জমিয়ে তিনি একটি ক্যামেরা কেনেন। স্কুলস্তরের ফুটবল ও ক্রিকেট ম্যাচের ছবি তুলে মাত্র সেই ছবি ২০-৩০ টাকায় বিক্রি করতেন। সেভাবেও উপার্জন করেছেন বোমান। ৩২ বছর বয়সে তিনি ‘বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ’-এর ছবি তুলেছিলেন। বিশ্বকাপের ‘অফিসিয়াল ফটোগ্রাফার’ হিসাবেও কাজ করেছিলেন।
পরিবারের বেকারিতে ১৪ বছরের কর্মজীবন
মায়ের দুর্ঘটনার পর আরও সমস্যায় পড়েছিলেন অভিনেতা। পরিবারকে সাহায্য করার জন্য চাকরি ছেড়ে গ্র্যান্ট রোডে তাঁদের বেকারি ও নিমকির দোকানে কাজ শুরু করেন। অজান্তেই কেটে যায় ১৪ বছর। এই সময়েই বিয়ে, সংসার— জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু হয় তাঁর।
এখন অভিনয়দুনিয়ায় অনন্য প্রতিভা হিসেবে প্রতিষ্ঠিত বোমান ইরানি । প্রায় ৮৮টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং পেয়েছেন বহু সম্মান।