Advertisement
E-Paper

ভারতীয় সিনেমার নতুন ‘নটসম্রাট’ নানা পটেকর

ইদানিং কালে বলিউডে তাঁর উপস্থিতি অনিয়মিত। কিন্তু অভিনয় জগতে তাঁর উপস্থিতি মোটেই অনিয়মিত নয়। কেরিয়ারের শুরু থেকেই তাঁর অভিনয়ের বিশেষ ধরন তাঁকে বলিউডের আর পাঁচজন অভিনেতার থেকে একটা আলাদা জায়গা করে দিয়েছে। অ্যাকশন হোক বা কমেডি, তিনি আলাদাই, তিনি নানা পটেকর।

সুদীপ দে

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৬ ১৫:৩১

ইদানিং কালে বলিউডে তাঁর উপস্থিতি অনিয়মিত। কিন্তু অভিনয় জগতে তাঁর উপস্থিতি মোটেই অনিয়মিত নয়। কেরিয়ারের শুরু থেকেই তাঁর অভিনয়ের বিশেষ ধরন তাঁকে বলিউডের আর পাঁচজন অভিনেতার থেকে একটা আলাদা জায়গা করে দিয়েছে। অ্যাকশন হোক বা কমেডি, তিনি আলাদাই, তিনি নানা পটেকর। সম্প্রতি তিনি আবার ফিল্ম দুনিয়ার আলোচনার শিরোনামে উঠে এসেছেন তাঁর নতুন ছবি ‘নটসম্রাট’-এর জন্য। এটি একটি মরাঠি ছবি যার চিত্রনাট্য একটি জনপ্রিয় মরাঠি নাটক অবলম্বনে গড়ে উঠেছে। ছবির গল্প একজন থিয়েটারের বর্ষিয়ান অভিনেতার জীবনের করুণ ট্র্যাজেডি নিয়ে। যিনি তাঁর শক্তিশালী অভিনয় দিয়ে একটার পর একটা মাইলস্টোন ভেঙেছেন, গড়েছেন নতুন রেকর্ড। একটা সময় যিনি খ্যাতির আকাশও ছুঁয়ে ফেলেন। হয়ে ওঠেন নাটকের দুনিয়ার সম্রাট, ‘নটসম্রাট’। অথচ,ব্যাক্তিগত জীবনে এই নটসম্রাটই চুরান্ত অবহেলিত এবং প্রতারিত হন তাঁর নিজের সন্তানদের কাছ থেকেই। জীবনের প্রায় শেষ লগ্নে ঘরছাড়া হয়ে পথে বসতে হয় তাঁকে এবং তাঁর স্ত্রীকে।

‘নটসম্রাট’ গণপত রামচন্দ্র বেলওয়ালকরের ভূমিকায় বা মূখ্য ভূমিকায় রয়েছেন নানা পটেকর, যিনি নিজে এই ছবিটির একজন প্রযোজক। এ ছাড়াও ‘নটসম্রাট’-এ রয়েছেন বিক্রম গোখলের মত শক্তিশালী অভিনেতাও। ছবির পরিচালক বিখ্যাত অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জেরেকর।

এ ছাড়াও ছবির পরিচালনা, সিনেমাটোগ্রাফি, চিত্রনাট্য— এক কথায় অসাধারণ। এর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ছবিতে প্রায় প্রত্যেকেই নিজের সেরাটাই দিয়েছেন। না হলে এই ধরনের একটা সংবেদনশীল, গুরুগম্ভীর চিত্রনাট্য অসংখ্য মানুষের মনে প্রভাব ফেলতে পারত না। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে নানা পটেকরের অভিনয়। নাম ভূমিকায় তাঁর তুখোড় অভিনয়, অসাধারণ ডায়লগ ডেলিভারি এবং সর্বপরি চরিত্রের সঙ্গে তাঁর একাত্মতা মানুষকে কাঁদিয়েছে, মানুষকে গণপত আপ্পা বেলওয়ালকরের বেদনার সমব্যাথি করে তুলেছে। সম্প্রতি ‘নটসম্রাট’ নিয়ে একটি সাক্ষাত্কারে নানা পটেকর বলেছেন, “অভিনয় আমার জন্য শুধু একটি পেশা নয়। এর মাধ্যমে আমি শ্বাস-প্রশ্বাস নিই, আমি বেঁচে আছি।” তিনি আরও বলেন, “আমি যখন যুবক, তখন ‘নটসম্রাট’ নাটকে ডঃ শ্রীরাম লাগুর অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আজ যখন নিজে এই চরিত্রে অভিনয় করছি তখন বুঝতে পারছি, এই বয়সে পৌঁছে স্টেজে গণপত আপ্পার ভূমিকায় অভিনয় করার মতো মানসিক এবং শারীরিক এনার্জি আমার নেই।”

১ জানুয়ারি মুক্তি পায় ছবিটি। প্রথম সপ্তাহেই এটা স্পষ্ট হয়ে যা যে ‘নটসম্রাট’ হয়তো মরাঠী চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য পেতে চলেছে। কারণ প্রথম উইক এন্ডেই ছবির আয় দশ কোটি টাকা ছাড়ায়। আয়ের অঙ্কটা একটা আঞ্চলিক ছবির নিরিখে বিশাল এবং সত্যিই বেশ অবাক করা। আপশোস শধু একটাই! কলকাতায় মানুষ বা বাঙালীরা এই ছবি বা ‘নটসম্রাট’ নানা পটেকরের এই অভিনয় আপাতত দেখতে পাচ্ছেন না। বা হয়তো ভাবছেন মরাঠী ভাষার ছবি বুঝবো কী করে? তাঁদের জন্য বলি, ভাষার জন্য ভালবাসা আটকে থাকে না যখন আর এতো ভাল অভিনয়, এতো ভাল চিত্রনাট্য যেখানে পাচ্ছেন, ভাষার জন্য সেটা বুঝতে খুব একটা অসুবিধে হবে না সংস্কৃতি প্রেমী, চলচ্চিত্র প্রেমী বাঙালীর।

natsamrat nana patekar Movie Reviews
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy