বলিউড তারকাদের চাহিদার শেষ নেই। শুটিংসেটে জিম থেকে বিশেষ খাওয়াদাওয়ার ব্যবস্থা— তাঁদের সব চাই। এমন দাবি আগেও উঠেছে। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক তথা অভিনেতা পীযূষ মিশ্র। এঁদের মধ্যে রণবীর কপূর কেমন, তা নিয়েও কথা বলেন তিনি।
পীযূষ জানান, এমন অভিনেতাও আছেন যাঁরা সেটে ১২ জন দেহরক্ষী নিয়ে আসেন। পরিচালক বলেন, “এই অভিনেতাদের প্রচুর মেজাজ। চাহিদার তালিকাও দীর্ঘ। এঁদের সঙ্গে অন্তত ৮-৯ জন আসে। ১২ জন দেহরক্ষী থাকে। কিন্তু এত দেহরক্ষীর দরকার কী? আপনি নিজে তো একা মানুষ। কে আপনাকে মারতে আসছে?”
ছবির সেটে তাঁর নিজের সঙ্গে কত জন থাকেন, তা-ও জানিয়েছেন পীযূষ। তিনি বলেছেন, “আমার সঙ্গে একজন মাত্র সহকারী ও প্রসাধনীশিল্পী থাকেন। এঁদের ছাড়়া আর কাউকে আমার প্রয়োজন পড়ে না। এত লোকের দরকার কী? একজন আপনার সঙ্গে জল খাবেন, একজন আপনার চুল আঁচড়ে দেবেন, আর একজন আপনার প্রসাধনী সামলাবেন। এর অর্থ আমি সত্যিই খুঁজে পাই না।”
আরও পড়ুন:
ইমতিয়াজ় আলির ‘তামাশা’ ছবিতে অভিনয় করেছিলেন পীযূষ। রণবীরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানান তিনি। পীযূষ বলেন, “রণবীর সত্যিই অদ্ভুত। এই সব মেজাজ ওর মধ্যে নেই। কারণ, ও নিজে জানে ও বড় তারকা। এই সব চাহিদা ওর মধ্যে নেই। ও আমার প্রিয় অভিনেতা।”
শুটিংয়ে কিছু অভিনেতার বেহিসাবি চালচলন নিয়ে এর আগে পরিচালক সঞ্জয় গুপ্তও কিছুটা একই বক্তব্য রেখেছিলেন এক সাক্ষাৎকারে। তিনি বলেছিলেন, “এমন অভিনেতাদের চিনি যাঁদের সঙ্গে ৬টি মেকআপ ভ্যান থাকে। একটা ভ্যান ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ওই ভ্যানে ‘মহাশয়’ উলঙ্গ হয়ে বসে থাকেন। অন্য আর একটা ভ্যানে মেকআপ করেন। আর একটা ভ্যানে কাজের কথা বলেন। কোনও ভ্যানে আবার শরীরচর্চা করেন।”