সে এক সময় ছিল, যখন 'বিঞ্জ ওয়াচিং' বস্তুটি খায়, না মাথায় দেয়, তাই জানত না লোকে! পুজোর মরসুমে একঝাঁক নতুন ছবি ভিড় করত প্রেক্ষাগৃহেI পুজো-প্যান্ডেলের ভিড় যাদের বিলকুল না-পসন্দ, তারা ভিড় জমাত নতুন ছবি দেখার লাইনেI তার পরে পছন্দের রেস্তরাঁয় পেটপুজো করে সোজা বাড়িI
কিন্তু গত বছর থেকে সে সব তো আর হচ্ছিল না। ভরসা তাই ওটিটি! এ বছর যদিও প্রেক্ষাগৃহে ছবির মুক্তি আবার চালু হয়েছে কিছু কিছু, চলছে বাংলা 'বিনিসুতোয়', 'মুখোশ' বা হিন্দি 'বেল বটম'-এর মতো ছবিI তবে পুজো-মাস অক্টোবর জুড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে নতুন রিলিজের রমরমা এ বার। চলুন, এক বার চট করে চোখ বুলিয়ে নেওয়া যাক
পয়লা তারিখেই ডিজনি প্লাস হটস্টারে আসছে 'শিদ্দাত'I কুনাল দেশমুখ পরিচালিত এই হিন্দি ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন রাধিকা মদন, সানি কৌশল, মোহিত রায়না এবং ডায়ানা পেন্টিI রাধিকা মদনকে এ বছর এর আগেই দেখা গিয়েছে নেটফ্লিক্স-এর অ্যান্থোলজি সিরিজ 'রে'-এর 'স্পটলাইট' গল্পে আর অবশ্যই ২০২০-তে ইরফান খানের সঙ্গে 'আংরেজি মিডিয়াম' ছবিতেI ভিকি কৌশলের ভাই সানি কৌশলকে এই ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় পাওয়া যাবেI প্রেম, বিচ্ছেদ, বন্ধুত্বের গল্প বলবে 'শিদ্দাত'I