অভিযোগ দায়ের হল কৌতুকশিল্পী ভারতী সিংহের বিরুদ্ধে। একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হতে সোমবার রাতে পঞ্জাবের অমৃতসরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ভিডিয়োটি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটির অভিযোগ, দাড়ি নিয়ে উপহাস করেছেন ভারতী। শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন তিনি।
কী বলেছিলেন ভারতী?
ভাইরাল হওয়া পুরনো ভিডিয়োটিতে দেখা যাচ্ছে রসিকতার ছলে গোঁফের মর্ম বোঝাচ্ছেন কৌতুকশিল্পী। বলছেন, “দাড়ি-গোঁফের অনেক সুবিধে রয়েছে। দাড়ি মুখে দুধ পান করুন, যেটুকু গোঁফে লেগে থাকবে সেটা পরে চেটে নিন। সে স্বাদ অমৃতের মতো!’’
শুধু তাই নয়, ‘দাড়িতে বাসা বাঁধা উকুন’ নিয়েও রসিকতা করতে ছাড়েননি ভারতী।