Advertisement
E-Paper

বিয়ের পর কেমন দেখতে লাগছে নিক-প্রিয়ঙ্কাকে?

দিল্লি বিমানবন্দর থেকে বেরোনোর সময় প্রিয়ঙ্কার পরণে ছিল সবুজ রঙের শাড়ি। তাঁর শাড়ির ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিচ্ছিল সিঁথির সিঁদুর।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ১০:২৫
বিয়ের পর করজোড়ে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি ভাইরাল ভাইয়ানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

বিয়ের পর করজোড়ে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি ভাইরাল ভাইয়ানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

যোধপুরের প্রাসাদে রাজকীয় বিয়ের পর সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছলেন নবদম্পতি নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া। স্বাভাবিকভাবেই সেখানে ছিল সংবাদ মাধ্যমের ক্যমেরার ভিড়। উঠল ছবি ও ভিডিয়ো। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

খ্রিস্টান ও হিন্দু উভয় মতেই বিয়ে হয়েছে দুই তারকার। তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছিল আগেই। বিয়ের পর কেমন দেখাচ্ছে তাঁদের, পোশাক হিসেবে কী বেছে নিলেন তাঁরা। এ নিয়ে সাধারণ মানুষের উত্সাহ ছিলই। সেই উত্সাহই সোশ্যাল মিডিয়ায় আরও একবার ভাইরাল করল তাঁদের।

দিল্লি বিমানবন্দর থেকে বেরোনোর সময় প্রিয়ঙ্কার পরণে ছিল সবুজ রঙের শাড়ি। তাঁর শাড়ির ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিচ্ছিল সিঁথির সিঁদুর। নিক পরেছিলেন খাঁকি রঙের শার্ট ও ট্রাউজার। দু’জনের চোখেই ছিল দামি সানগ্লাস।

Beautiful ❤️❤️❤️ #priyankachopra and #nickjonas today at the Delhi airport @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

মঙ্গলবার দিল্লিতে হবে নিক-প্রিয়ঙ্কার বিয়ের রিসেপশন পার্টি। সেজন্য সোমবার আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের নিয়ে যোধপুর ছাড়েন তাঁরা।

#priyankachopra #nickjonas touchdown Delhi

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

নিকের মা ডেনিস, বাবা পল কেভিন জোনাস, ভাই জো ও ভাইয়ের বান্ধবী সোফি টার্নারকেও এদিন বিমানবন্দরে দেখা গেছে তাঁদের সঙ্গেই।

আরও পড়ুন: শুরু হতে চলেছে ‘স্বর সম্রাট ফেস্টিভ্যাল ২০১৮’

গত রবিবার যোধপুরের উমেইদ ভবন প্যালেসে বলিউড তারকা প্রিয়ঙ্কা চোপড়া বিয়ে করেন জনপ্রিয় মার্কিন গায়ক নিক জোনাসকে।

আরও পড়ুন: দীপিকা-রণবীরের রিসেপশনে কেন গেলেন না রণবীর-আলিয়া?

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবরআমাদেরবিনোদনবিভাগে।)

Priyanka Chopra Nick Jonas Celebrity Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy