লাজবন্তী, অনুভব এবং বনলতা— তিনজনের মধ্যে এক ত্রিকোণ প্রেমের তৈরি হচ্ছে। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন গল্পে সেই আভাসই মিলেছে। বয়সে অনেকটা ছোট লাজোর প্রতি আকৃষ্ট অনুভব। অন্য দিকে, বনলতার সঙ্গে বিয়ের প্রায় সব নিয়মই সারা হয়ে গিয়েছিল অনুভবের। তিনজনের সমীকরণ নিয়ে দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, অনুভবের বৌ হিসাবে লাজবন্তী, না বনলতা— কাকে দেখতে চান?
এই প্রশ্নের উত্তরে নায়ক সোমরাজের মতে, এটা আর পাঁচটা প্রেমের গল্পের মতোই। অভিনেতা বলেন, “আসলে এখানে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজ এবং প্রেমের একটা দ্বন্দ্ব। কারণ, লাজোও বিবাহিত। আবার অন্য দিকে অনুভবও বিবাহিত। ” সোমরাজের বিপরীতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায়কে। তাঁদের দু’জনের বয়সের অনেকটাই ফারাক। ছোট নায়িকার সঙ্গে রোমান্স করতে ঠিক কী কী ভাবতে হচ্ছে?
সোমরাজের স্পষ্ট জবাব, “সাইনা ভীষণ মিষ্টি মেয়ে। খুব ভাল অভিনেত্রী। কোনও অসুবিধাই হচ্ছে না কাজ করতে। শটের সময় এত কিছু ভাবার সময় থাকে না। লাজো আর অনুভবের সমীকরণই তখন কথা বলে। আর তা ছাড়া ও যে অনেকটা ছোট সেটাই তো দেখানো হচ্ছে। সে ভাবেই অনুভব ব্যবহারও করছে।” এই মুহূর্তে টিআরপি তালিকায় প্রথম পাঁচে এই ধারাবাহিকের নাম দেখা না গেলেও নায়ক-নায়িকাদের সমীকরণ সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে।