ফের খবরের শিরোনামে ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এ বার গুঞ্জন নায়িকার ‘পর্দার মা’ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি নাকি সমকামী বিয়ে সেরেছেন অভিনেত্রী রিয়া দত্তের সঙ্গে। সোমবার টলিউডে নতুন গুঞ্জন, পুরোটাই ভুয়ো।
তা হলে সত্যি কী? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল সুচন্দ্রার সঙ্গে। তাঁর সাফ জবাব, অকারণ গুঞ্জনে তিনি নেই। এ বিষয়ে কোনও কথা বলবেন না।
গুঞ্জন ছড়াল কেন? ছোটপর্দার জগৎ বলছে, নেপথ্যে একাধিক কারণ। সুচন্দ্রা আদতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। শৈলশহরে তাঁর একটি ছোট হোমস্টে আছে। দিন কয়েক আগে জরুরি প্রয়োজনে তিনি কয়েক দিনের ছুটিতে সেখানে গিয়েছিলেন। সেই সময়ে সম্ভবত রিয়াও শহরে ছিলেন না, এমনটাই দাবি করছেন কিছু জন। ব্যস, নিন্দকেরা দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত, রিয়াও সুযোগ পেলেই পাহাড়ি অঞ্চলে বেড়াতে যান। নিন্দকদের দাবি, তাঁর সমাজমাধ্যমের অনেক ছবি বা ভিডিয়োয় পাহাড়ি অঞ্চলের দৃশ্য দেখা গিয়েছে। তার সঙ্গে নাকি সুচন্দ্রার হোমস্টের সাদৃশ্য রয়েছে।
যদিও এ গুলোর কোনওটাই নাকি সত্যি নয়।
সুচন্দ্রাকে নিয়ে ইতিমধ্যেই সংবাদমাধ্যম দ্বিধাবিভক্ত। একদলের দাবি, তিনি বিয়ে করবেন বলেই ছুটি নিয়ে হোমস্টেতে গিয়েছিলেন। দুই পরিবার থেকে মোট ১০০ জন ঘনিষ্ঠ নাকি সেখানে উপস্থিত ছিলেন। অন্য দলের দাবি, বিয়ে নাকি জানুয়ারিতে! সাংবাদিকদের কাছে মুখ না খুললেও ঘনিষ্ঠদের কাছে দুঃখ করেছেন, অকারণ কিস্সা শুনতে শুনতে তিনি ক্লান্ত। বন্ধু থেকে আত্মীয়, অনেকেই তাঁকে ক্রমাগত ফোন করে চলেছেন। ভেবেছিলেন, খুবই ধুমধাম করে বিয়ে করবেন। কম করে ৫০০ জন আমন্ত্রিত থাকবেন সেখানে। বর্তমান পরিস্থিতিতে ‘বিয়ে’ শব্দটিকেই প্রচণ্ড ভয় পাচ্ছেন। আগামী দিনে আর সাতপাক ঘুরবেন কি না, সেটাও অনিশ্চিত হয়ে গেল।