সাদা-কালো ছবি। দাড়ি ভর্তি একটি মুখের অর্ধেক অংশ দেখা যাচ্ছে। ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে রক্ত। নিজের ‘কামব্যাক’ ছবির পোস্টারে এই লুকেই ফিরলেন সঞ্জয় দত্ত। ‘ভূমি’ ছবির পোস্টারের ফার্স্ট লুক শেয়ার করেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। ‘ভূমি’তে সঞ্জয় দত্তের মেয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
আরও পড়ুন, ফ্লপমাস্টার থেকে মহানায়ক: উত্তম-জীবনের কিছু কথা, কিছু ছবি
১৯৯৩-এর ১২ মার্চ পর পর ১৩টি বিস্ফোরণে কেঁপে ওঠে মুম্বই৷ এর পরেই বেআইনি ভাবে নাইন এমএম পিস্তল ও একে-৫৬ রাইফেল রাখার অপরাধে টাডা আইনে গ্রেফতার হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত৷ জেল জীবন কাটিয়ে গত বছর ফেব্রুয়ারিতেই মুক্তি পান সঞ্জয়। মাঝে আমিরের ‘পিকে’ ছবিতে কয়েকটি সিনে দেখা গিয়েছিল তাঁকে। তবে লিড রোলে ফিরছেন ‘ভূমি’-তেই। আগামী ২২ সেপ্টেম্বর পরিচালক উমঙ্গ কুমারের ছবি ‘ভূমি’ মুক্তি পাওয়ার কথা।
!
Here it is! The #BhoomiTeaserPoster @duttsanjay @OmungKumar @TSeries @LegendStudios1 #BHOOMI pic.twitter.com/kIrpvH7XfX
— Aditi Rao Hydari (@aditiraohydari) July 24, 2017
প্রযোজক সঞ্জয় সিংহ ও ভূষণ কুমার জানিয়েছেন খুব শীঘ্রই ছবির প্রচারের কাজ শুরু করবেন সঞ্জু বাবা।