তাঁর প্রথম ছবি হিন্দিতে, ‘লাইফ এক্সপ্রেস’। যদিও তাঁর পরিচিতি বাংলা ছবি ‘খোলা হাওয়া’ দিয়ে। পরিচালক অনুপ দাসের এই দুটো ছবিরই নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০১৪-য় প্রথম বাংলা ছবির পরিচালনার ১১ বছর পরে ফের তিনি ফিরছেন। অনুপের নতুন ছবির নাম ‘রেখা’! প্রথমে শোনা গিয়েছিল, বলিউডের খ্যাতনামী তারকা অভিনেত্রী রেখার জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ঘনিষ্ঠ সূত্র থেকে আনন্দবাজার ডট ইন জানতে পেরেছে, ছবিটি নারীকেন্দ্রিক, অভিনেত্রী রেখার জীবনীছবি নয়।
এই ছবির হাত ধরে বাংলা ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন নাফিসা আলি।
নাফিসার ‘বঙ্গযোগ’ যদিও নতুন নয়। ২০০৪-এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি। যদিও ভোটযুদ্ধে জয়ী হননি।
রিয়া সেন। ছবি: সংগৃহীত।
ঘনিষ্ঠ সূত্রে আরও জানা গিয়েছে, পুরনো কলকাতার এক বাড়িকে কেন্দ্র করে এগোবে গল্প। অনুপের ছবি মানেই ঋতুপর্ণা। নাফিসার মতোই এই ছবিতে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। অক্টোবরে পুজোর পরে ছবির মূল শুটিং শুরু হবে। যদিও জানা গিয়েছে, এক প্রস্থ শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই পর্বে অভিনয় করেছেন রিয়া সেন। মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া এই ছবিতে আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। নিজের দলকে নিয়ে অনুপ ইতিমধ্যেই চষে ফেলেছেন কলকাতা। হয়তো উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে তিনি ছবির শুটিং করতে পারেন।
নারীকেন্দ্রিক গল্পে কি পুরুষের কোনও ভূমিকা নেই? খবর, একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথম সারির অভিনেতাদের নেবেন পরিচালক। এখনও বাছাই পর্ব চলছে।