Advertisement
E-Paper

কেউ রক্ষণশীল, কেউ আবার বন্ধুর মতো! বলিউডের এই পাঁচ মা-ছেলের জুটি আজও মনে রেখেছে দর্শক

কোনও মা তার পুত্রকে রাখেন কড়া শাসনে। কেউ আবার প্রিয় বন্ধু হয়ে ওঠেন। দেখে নেওয়া যাক বলিউডের এমন পাঁচ মা-ছেলের জুটিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৯:২৪
Five Bollywood mother-son duo of Bollywood people still remember

‘কভি খুশি কভি ঘম’ ছবিতে মা ও পুত্রের চরিত্রে জয়া-শাহরুখ। ছবি: সংগৃহীত।

মা ও পুত্রের সম্পর্কের নানা রকমের সমীকরণ দেখেছে বলিউড। কোনও মা তার পুত্রকে রাখেন কড়া শাসনে। কেউ আবার প্রিয় বন্ধু হয়ে ওঠেন। দেখে নেওয়া যাক বলিউডের এমন পাঁচ মা-ছেলের জুটিকে।

১) জয়া বচ্চন ও শাহরুখ খান: ‘কভি খুশি কভি ঘম’ ছবিতে মা ও পুত্রের চরিত্রে অভিনয় করেছিলেন জয়া আর শাহরুখ। হেলিকপ্টার থেকে নেমে দৌড়ে আসছেন শাহরুখ। বাতাসে তাঁর চুল উড়ছে। পুত্রের অপেক্ষায় চেয়ে রয়েছেন জয়া। এই দৃশ্য চেনেন না, এমন চলচ্চিত্রপ্রেমী নেই। এই তালিকায় এই মা-ছেলের জুটি সবার উপরে উঠে আসে।

২) রাখি গুলজ়ার ও শাহরুখ-সলমন: ‘মেরে কর্ণ-অর্জুন আয়েঙ্গে’ —এই সংলাপ প্রায় সকলেরই জানা। রাখির দুই পুত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন খান ও শাহরুখ খান। আজও এই দৃশ্য নিয়ে নানা অনুষ্ঠানে আলোচনা করা হয়। এই মা-পুত্রদের জুটি দর্শকের মনে চিরন্তন হয়ে রয়েছে।

৩) রেখা ও হৃতিক রোশন: ভারতীয় দর্শককে চমকে দিয়েছিল হৃতিকের ছবি ‘কোই মিল গয়া’। অভিনেতার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন রেখা। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি বিশেষ সাড়া ফেলেছিল দর্শকদের মধ্যে। মা ও ছেলের রসায়নও পছন্দ হয়েছিল দর্শকের।

৪) নার্গিস ও সুনীল দত্ত: ‘মাদার ইন্ডিয়া’ ছবিতে সুনীল দত্তের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নার্গিস। কিন্তু বাস্তবে সুনীল দত্তের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নার্গিস। এই সমীকরণ বহু চর্চিত। তবে এই মা-ছেলের জুটি আজও মনে রেখেছে দর্শক।

৫) অর্জুন কপূর ও অমৃতা সিংহ: ‘টু স্টেটস’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন অর্জুন কপূর। অভিনেতার মায়ের চরিত্রে দেখা গিয়েছিল অমৃতা সিংহকে। রক্ষণশীল মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা। এই মা-ছেলের জুটিও সাড়া ফেলেছিল।

Bollywood News Bollywood Actors
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy