তাঁর মাতৃত্বকাল নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। নিন্দকেরা দাবি করেছিলেন, তাঁর স্ফীতোদরটাই নাকি নকল। তবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই সব কথা ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর গর্ভাবস্থায় নাকি তৈরি হয়েছিল জটিলতা। কী ধরনের জটিলতা এবং সন্তান জন্ম দেওয়ার পরে কী ভাবে আবার আগের চেহারায় ফিরছেন, সব নিয়েই আলোচনা করেছেন দীপিকা।
গর্ভাবস্থা ও সন্তানধারণের পরে প্রতিটি পদক্ষেপ খুব বুঝেশুনে করছেন বলে জানিয়েছেন তিনি। গর্ভাবস্থার শেষ তিন মাস নাকি বেশ পেতে হয়েছিল তাঁকে। সেই সময়ে নিয়মিত যোগাভ্যাস করতেন তিনি। তবে শরীরে এত যন্ত্রণা হত যে নিজের শরীরের কিছু অংশ নতুন করে চিনেছেন। তিনি বলেছেন, “হঠাৎ করে আমার শরীরে কিছু অংশ নতুন করে চিনতে শুরু করলাম, কারণ সেই অংশগুলোয় ব্যথা করছে। তবে ওই পাঁজরের যন্ত্রণাটা সাংঘাতিক ছিল।”
সন্তান জন্ম দেওয়ার পরে সাঁতার থেকে শুরু করে কার্ডিয়ো করেছেন ওজন কমানোর জন্য। শুধু ওজন কমানো নয়, পাশাপাশি শারীরিক শক্তি পুনরুদ্ধার করাও ছিল তাঁর লক্ষ্য। আপাতত কাজ থেকে বেশ কিছু দিন নিজেকে সরিয়ে রেখেছেন দীপিকা পাড়ুকোন। ফের কবে কাজে ফিরবেন, সেই বিষয়েও তিনি নিশ্চিত নন। আপাতত জীবনের নতুন অধ্যায় নিয়েই তিনি ব্যস্ত।
পেশাদার অভিনেত্রী হিসাবে পরিচিত দীপিকা। তবে মা হওয়ার পরে আবার আগের ছন্দে কাজে ফিরতে পারবেন কি না তা নিয়ে ধন্দে রয়েছেন। কাজে ফিরলেও, আগে দুয়ার সঙ্গে সময় কাটিয়ে তার পরে কাজে সময় দেবেন তিনি।