তৃতীয় ব্যক্তিকে নিয়ে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সংসারে অশান্তি? বি-টাউনে এই নিয়ে চলছে জোর জল্পনা। বিরুষ্কার একটি ভিডিয়ো এই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। স্ত্রীর হাত ধরতে এগিয়ে গেলে বিরাটকে এড়িয়ে যান অনুষ্কা।
এই তৃতীয় ব্যক্তিটি হলেন অভিনেত্রী অবনীত কৌর। অবনীত সমাজমাধ্যমে অতি পরিচিত মুখ। প্রায়ই সাহসী ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন। তেমনই একটি ছবিতে ‘লাইক’ করেন বিরাট। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় ক্রিকেটতারকার অনুরাগীদের। অবনীতের ছবিতে বিরাটের ‘লাইক’— এমন প্রতিচ্ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তার পরেই বিরাট নিজের সমাজমাধ্যমে বিষয়টির ব্যাখ্যা দেন। বিরাট দাবি করেন, প্রযুক্তিগত গোলমালের কারণে কোনও ভাবে ছবিতে ‘লাইক’ পড়ে গিয়েছে। এই বিবৃতি দিতেই আরও চর্চা শুরু হয় নেটপাড়ায়।
আরও পড়ুন:
মজা করে অনুরাগীরা বলেন, “অন্য মহিলার ছবিতে লাইক দেওয়ার জন্য বিরাট কোহলিকে পর্যন্ত ব্যাখ্যা দিতে হয়। আমরা আর কী!” তবে বিষয়টি বিরাট ও অনুষ্কার মধ্যে মশকরায় সীমাবদ্ধ থাকেনি বলেই মনে করছেন তারকাদম্পতির অনুরাগীরা। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামার সময়ে অনুষ্কার দিকে হাত বাড়িয়ে দেন বিরাট। কিন্তু অনুষ্কা একবারের জন্যও তাকাননি বিরাটের দিকে। এই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। নেটপাড়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুরাগীরা দাবি করেছেন, নির্ঘাত ওঁদের সংসারে অশান্তি শুরু হয়েছে। অথবা অনুষ্কা খুব রেগে গিয়েছেন বিরাটের উপর।
এক নেটাগরিক লিখেছেন, “এ আমি কী দেখছি! বিরাটের হাতটাই ধরল না অনুষ্কা।” আর একজন মজা করে লিখেছেন, “অবনীত কৌরের কাণ্ডের জন্য হয়তো বিরাটের উপর রেগে আছে অনুষ্কা বৌদি।”